Parliament: সংসদের অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক, একে একে বিরোধী সাংসদদের ফোন রাজনাথের
Strategy Meeting: সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানিয়ে বিরোধী দলের নেতাদের এক এক করে ফোন করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
নয়া দিল্লি: মণিপুর ইস্যু নিয়ে উত্তাল সংসদ। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে সংসদ অচল করে রাখছে বিরোধী দলগুলি। একজোট হয়ে কেন্দ্রকে চাপে রাখাই বিরোধীদের পরিকল্পনা। এই পরিস্থিতিতে সোমবার সংসদে বিজেপির রণকৌশল ঠিক করতেই বৈঠক করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হচ্ছে। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে প্রতিরোধ কীভাবে তৈরি করা যায়, তা নিয়েই আলোচনা করবে সরকার পক্ষ। বৈঠকে উপস্থিত রয়েছেন ক্যাবিনেট মন্ত্রীরা।
চলতি বছরের বাদল অধিবেশনে ৩০টি গুরুত্বপূর্ণ বিল পেশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু অধিবেশন শুরুর দিন থেকেই যেভাবে মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা অচলাবস্থার সৃষ্টি করেছে, তা কাটানোর কৌশল স্থির করতেই আজ বৈঠকে বসেছে সরকার পক্ষ।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসা এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নিতিন গড়করি, অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়াল, প্রহ্লাদ জোশী, অর্জুন রাম মেঘওয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।
সূত্রের খবর, সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানিয়ে বিরোধী দলের নেতাদের এক এক করে ফোন করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এ দিন সকালেই তিনি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহযোগিতার আবেদন জানান। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যতক্ষণ মণিপুর ইস্যু নিয়ে বিবৃতি দিচ্ছেন না, ততক্ষণ অবধি বিরোধীরা তাদের অবস্থান থেকে সরবে না।