Nehru Memorial Museum Renamed: বদলে গেল নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম, প্রধানমন্ত্রী মোদীকে ‘ভীতু’ বলে আক্রমণ কংগ্রেসের

Congress: কেন্দ্রীয় সূত্রে খবর, যাবতীয় পর্যালোচনার পর, দিন কয়েক আগেই কেন্দ্রের তরফে নাম পরিবর্তনের প্রস্তাবে শেষ সিলমোহর দেওয়া হয়। ১৪ অগস্ট নাম পরিবর্তন করা হয়।  

Nehru Memorial Museum Renamed: বদলে গেল নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম, প্রধানমন্ত্রী মোদীকে 'ভীতু' বলে আক্রমণ কংগ্রেসের
নেহরু মিউজিয়াম।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 1:38 PM

নয়া দিল্লি: ফের নাম বিতর্ক। বদলে দেওয়া হল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির (Nehru Memorial Museum and Library) নাম। কেন্দ্রের তরফে এই মিউজিয়ামের নাম বদলে রাখা হল প্রাইম মিনিস্টার’স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি (Prime Ministers’ Museum and Library Society)। এ দিন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন।   ৭৭তম স্বাধীনতা দিবসেই কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়।

এ দিন এক্স (টুইটারের নতুন নাম) প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও টুইট করে বলেন, “নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এবার থেকে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি নামে পরিচিত হবে। ১৪ অগস্ট থেকে এই নাম কার্যকর হয়েছে।”

উল্লেখ্য, গত জুন মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রের তরফে একটি বিশেষ বৈঠকে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদল করার প্রস্তাব দেওয়া হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেছিলেন সোস্যাইটির ভাইস প্রেসিডেন্ট তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কেন্দ্রীয় সূত্রে খবর, যাবতীয় পর্যালোচনার পর, দিন কয়েক আগেই কেন্দ্রের তরফে নাম পরিবর্তনের প্রস্তাবে শেষ সিলমোহর দেওয়া হয়। ১৪ অগস্ট নাম পরিবর্তন করা হয়।

এদিকে, এই নাম পরিবর্তনের পরই সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। এ দিন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইট করে বলেন, “আজ থেকে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নতুন নাম পেল। বিশ্বখ্যাত নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদলে প্রাইম মিনিস্টারস মোমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি করা হল। মাননীয় মোদীর অনেক ভয় রয়েছে, নিরাপত্তাহীনতায় ভোগেন বিশেষ করে আমাদের প্রথম ও সবথেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে। নেহেরু ও তাঁর উত্তরাধিকারীদের অপমান করার কোনও সুযোগ ছাড়েননি। এন সরিয়ে পি বসিয়ে দিয়েছেন। এই পি-এর অর্থ হল সংকীর্ণ মানসিকতা ও অবজ্ঞা।”