Road Accident: দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দিলে এবার থেকে নগদ পুরস্কার দেবে কেন্দ্র

Good Samaritan: কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভারতে ৩৬৬,১৩৮টি পথদুর্ঘটনা ঘটেছে। পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৩১,৭১৪।

Road Accident: দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দিলে এবার থেকে নগদ পুরস্কার দেবে কেন্দ্র
দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের (প্রতীকী চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 7:57 AM

নয়া দিল্লি: পথদুর্ঘটনায় আহতদের যথা সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে দেওয়া হবে উপযুক্ত পারিতোষিক। সম্প্রতি কেন্দ্রের তরফে এরকমই এক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির আওতায় পুরস্কার দেওয়া হবে। এই কর্মসূচিতে মহতী সেই ব্যক্তি (Good Samaritans) বছরে সর্বাধিক পাঁচবার ৫ হাজার টাকা করে পারিতোষিক পেতে পারেন।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি যতবারই এই মহৎ কাজে নিজের হাত বাড়িয়ে দেবেন, ততবারই তিনি ৫ হাজার টাকা করে পাবেন। প্রতিবারই নগদ টাকার সঙ্গে প্রশংসাপত্রও দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে গোল্ডেন আওয়ারের মধ্যে ওই মুমুর্ষুকে হাসপাতালে পৌঁছে দিতে হবে। গোল্ডেন আওয়ার অর্থাৎ ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে যে সময়।

মোটর ভেহিক্যাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯-এর ১৩৪এ ধারায় পথচারীদের (Good Samaritan) জন্য একটি নিয়ম যুক্ত হয় ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক মনে করছে, এবার সেই সমস্ত ‘গুড সামারিটান’দের আরও উৎসাহিত করা প্রয়োজন। তাঁরা যাতে আরও বেশি করে বিপদে সহযাত্রীর পাশে দাঁড়ান। সে কারণেই একেবারে নগদ পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী, একজন পথচারী বছরে সর্বাধিক পাঁচবার পুরস্কৃত হবেন। সব থেকে বেশি যিনি এই পুরস্কার পাবেন, তার জন্য জাতীয় স্তরেও সম্মাননা অপেক্ষা করে থাকবে। কেন্দ্র সেই সম্মান দেবে। তা নগদ ১ লক্ষ টাকা পর্যন্তও হতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে পরিবহণ মন্ত্রক। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এই পুরস্কার দেওয়া হবে।

গাইডলাইনে বলা হয়েছে, দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করবেন ওই মহৎ পথচারী। সব রকম তথ্য প্রমাণ দেখে পুলিশ তাঁকে একটি অনুমোদনপত্র (Acknowledgement) দেবে। সেই অনুমোদনটিই জেলাস্তরে যে অ্যাপ্রাইজাল কমিটি তৈরি করা হবে তার কাছে যাবে। জেলাশাসক এই কমিটির শীর্ষে থাকবেন। তিনি পুলিশের সহযোগিতায় গোটা বিষয়টি খুঁটিয়ে দেখবেন। এরপরই সেই অনুমোদনটিতে ‘গুড সামারিটান’-এর সিলমোহর পড়বে। একই সঙ্গে ওই পথচারী সরাসরি দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। তার পরও পুলিশকে গোটা বিষয়টি জানাতে পারেন।

রাজস্থান সরকারের এমনই একটি প্রকল্প রয়েছে

গত মাসেই রাজস্থান সরকার এরকম একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে। দুর্ঘটনায় মুমুর্ষু কোনও ব্যক্তিকে রাস্তা থেকে তুলে চিকিৎসাকেন্দ্রে হাসপাতালে পৌঁছে দিলেই নগদ ৫ হাজার টাকা পুরস্কার। মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী জীবন রক্ষক যোজনায় এই পুরস্কার দেওয়া হয়।

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভারতে ৩৬৬,১৩৮টি পথদুর্ঘটনা ঘটেছে। পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৩১,৭১৪। কেন্দ্রের এই ধরনের পুরস্কার ঘোষণার ফলে মানুষ যে মানুষের বিপদে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়বে, সে বিশ্বাসও রাখছে কেন্দ্র।

আরও পড়ুন: Mamata Banerjee Oath Taking: হঠাৎই বদলে গেল মমতার শপথের সময়! লক্ষ্মীবারের বেলা ২টো কতটা শুভ, কী বলছেন জ্যোতিষীরা