Bihar: প্যান্ট খুলে পেনসিল দিয়ে ঠাসল…অমানবিকতা অব্যাহত!
Bihar: বীভৎস ঘটনার খবর এল বিহারের আরারিয়া জেলা থেকে। চুরির অভিযোগে এক যুবকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ন্যক্কারজনক ঘটনার ভিডিয়ো রেকর্ডও করেছে তারা। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পটনা: অত্যাচারের শিকার কি কেবল মহিলারাই হন? পুরুষশাসিত সমাজে অবশ্যই নির্যাতনের ভাগটা মহিলাদের কপালেই বেশি জোটে। তবে, কলকাতা কিন্তু এখন শুধু এক মহিলার নিরাপত্তা চাইছে না, চাইছে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার নিরাপত্তা। আর তার মধ্যেই এক বীভৎস ঘটনার খবর এল বিহারের আরারিয়া জেলা থেকে। চুরির অভিযোগে এক যুবকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ন্যক্কারজনক ঘটনার ভিডিয়ো রেকর্ডও করেছে তারা। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নির্যাতিত যুবকের হাত পিছমোড়া করে বাঁধা। তাঁর প্যান্টের বোতাম খোলা। দুষ্কৃতীদের দেখা যায় ওই যুবককে সামনের দিকে ঝুঁকতে বাধ্য করতে। দুষ্কৃতীদের একজনকে দেখা যায় তাঁর মলদ্বারে লঙ্কার গুঁড়ো জাতীয় একটি পদার্থ ঢেলে দিতে। অপর একজনকে দেখা যায়, একটি পেন্সিল দিয়ে খুঁচিয়ে ওই লঙ্কার গুঁড়ো জোর করে তাঁর পায়ুর আরও ভিতরে ঢুকিয়ে দিতে। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন ওই ব্যক্তি।
এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আরারিয়া জেলার ইসলামনগরে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, এই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই মহম্মদ সিফাত নামে এক ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং পাঁচ বা তার বেশি ব্যক্তির দ্বারা গুরুতর আঘাতের মতো, ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিকে জেরা করে এর সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বিহারের নীতীশ কুমার সরকারের তীব্র নিন্দা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ বলেছেন, এই ঘটনা দেখিয়ে দিয়েছে, বিহারে “তালিবান রাজ” চলছে। সোশ্যাল মিডিয়ায় আরজেডি নেতা বলেছেন, “আমি এবং আমার দল দলিত, অনগ্রসর এবং সংখ্যালঘুদের অধিকার এবং ভাগিদারি নিয়ে কথা বলি। তাই বর্ণবিদ্বেষীরা সবসময় আমাদের শাসনকে জঙ্গলরাজ বলে।” জবাবে বিজেপির আইটি সেলের প্রধান, অমিত মালব্য বলেছেন, “যারা আজ তালিবান শাসনের কথা বলছে, তারা কি ভোট চাওয়ার আগেও মুসলমানদের তালেবানি বলবে?”