Abhishek Manu Singhvi: বাংলা থেকে তেলঙ্গানা হয়ে ফের রাজ্যসভায় অভিষেক মনু, শক্তি বাড়ল এনডিএ-রও
Abhishek Manu Singhvi: এই নিয়ে চতুর্থবার রাজ্যসভার সাংসদ হচ্ছেন অভিষেক মনু সিংভি। ২০০৬ সাল থেকে পরপর ২ বার রাজস্থান থেকে রাজ্যসভায় যান। আর ২০১৮ সালে বাংলা থেকে রাজ্যসভায় পা রাখেন বছর পঁয়ষট্টির সিংভি। বছর ছয়েক আগে কংগ্রেস মনোনীত প্রার্থী সিংভিকে সমর্থন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।
নয়াদিল্লি: তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। সুপ্রিম কোর্টের আইনজীবী। একসময় বাংলা থেকেই রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই অভিষেক মনু সিংভি এবার তেলঙ্গানা থেকে রাজ্যসভায় যাচ্ছেন। মঙ্গলবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এদিকে, একাধিক আসনে জয়লাভ করে রাজ্যসভায় শক্তি বৃদ্ধি করল এনডিএ-ও।
এই নিয়ে চতুর্থবার রাজ্যসভার সাংসদ হচ্ছেন অভিষেক মনু সিংভি। ২০০৬ সাল থেকে পরপর ২ বার রাজস্থান থেকে রাজ্যসভায় যান। আর ২০১৮ সালে বাংলা থেকে রাজ্যসভায় পা রাখেন বছর পঁয়ষট্টির সিংভি। বছর ছয়েক আগে কংগ্রেস মনোনীত প্রার্থী সিংভিকে সমর্থন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। চলতি বছরের ৩ এপ্রিল তাঁর রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হয়। এরপর ফের তিনি তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু, তা হয়নি।
মেয়াদ শেষের পর হিমাচল প্রদেশে রাজ্যসভা ভোটে দাঁড়িয়েছিলেন অভিষেক মনু সিংভি। কিন্তু ক্রস ভোটিংয়ের কারণে সেখানে তিনি হেরে যান। ফলে অভিষেক মনুর রাজ্যসভায় যাওয়া হয়নি সেইসময়। এরপর চলতি বছরের জুলাই তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে কেশব রাও কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজ্যসভার সাংসদ পদেও পদত্যাগ করেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন অভিষেক মনু সিংভি।
এদিন রাজ্যসভার কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরাও। ত্রিপুরা, ওড়িশা, মহারাষ্ট্র, অসম, হরিয়ানা এবং বিহার থেকে বিজেপি তথা এনডিএ-র একাধিক সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। রাজস্থানে রণকৌশলে ভুল চালে একটি আসন হারাল কংগ্রেস। রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ থাকা সত্ত্বেও কেরল থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জয়ী হন কংগ্রেসের কেসি বেণুগোপাল। বেণুগোপালের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা রবনীত সিং বিট্টু।
এদিনের ফলের পর রাজ্যসভায় আরও শক্তিবৃদ্ধি হল এনডিএ-র। মঙ্গলবার প্রকাশিত রাজ্যসভার শূন্যপদের ফলাফলের ভিত্তিতে রাজ্যসভায় এনডিএর সংখ্যা দাঁড়াল ১১২। রাজ্যসভায় বিজেপির আসন দাঁড়াল ৯৬। প্রসঙ্গত, ২৪৫ আসনের রাজ্যসভায় এখনও খালি জম্মু-কাশ্মীরের চার আসন এবং চার মনোনীত সাংসদের আসন। ফলে রাজ্যসভায় সাংসদ সংখ্যা এখন ২৩৭। রাজ্যসভায় একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে প্রয়োজন ন্যূনতম ১১৯ আসন। বিরোধীদের আসন সংখ্যা আপাতত ৮৫।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)