Corona Update Daily : করোনা সংক্রমণে শীর্ষে বাংলা, দেশে বাড়ল মৃত্যুর সংখ্যা
Corona Update Daily : চারদিন পর দেশে করোনা সংক্রমণ ২০ হাজারের নীচে রয়েছে। তবে বেড়েছে মৃতের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫১ জন।
নয়া দিল্লি : অবশেষে মিলল স্বস্তি। বেশ কয়েকদিন ধরেই ২০ হাজারের উপরে ছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে এদিন কোভিড সংক্রমণের সংখ্যায় মিলল কিছুটা স্বস্তি। বেশ কয়েকদিন পর নিম্নমুখী কোভিড গ্রাফ। ৪ দিন পর ২০ হাজারের নীচে নামল করোনা আক্রান্তের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। যেখানে আগেরদিন করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ২০ হাজার ৫২৮। তবে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। রবিবারের বুলেটিন অনুযায়ী দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪৯ জনের।
বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি :
সংক্রমণের শীর্ষ রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। এদিকে করোনা আক্রান্তের সংখ্য়ার নিরিখে বাংলার পরই রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৪ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩১৬ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিতেও কিছুটা উন্নতি দেখা দিয়েছে। তবে ভয় ধরাচ্ছে কেরলে করোনায় মৃতের সংখ্য়া। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১ জনের। যার মধ্যে কেরল থেকেই ২৯ জন।
বাংলায় করোনা পরিস্থিতি :
বাংলায় আক্রান্তের সংখ্যা কমলেও এখনও দু’ হাজারের উপরেই রয়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। যেখানে তার আগের দিন আক্রান্তের সংখ্য়া ছিল ২ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বঙ্গে মৃত ৫ জন। গতকালের থেকে সংখ্য়াটা ১ কমেছে।
এদিকে কোভিডের গ্রাফ একটু ঊর্ধ্বমুখী হতেই বুস্টার ডোজ়ের উপর জোর দেওয়া হয়েছে। আজ়াদি কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রের তরফে ১৫ জুলাই থেকে ৭৫ দিনের জন্য প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এদিকে টিকাকরণে ভারত গতকালই ২০০ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এই নিয়ে টুইট করে গোটা দেশকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।