কোভিড হেল্পলাইন: ঋতুচক্রের সময় বা অ্যালার্জি হলে কি ভ্যাকসিন নেওয়া যাবে? জানুন ভ্যাকিসন নিয়ে বিবিধ উত্তর
আপনাদের প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসকরা। এই পর্বে প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক…
কলকাতা: করোনা (COVID 19) করাল থাবা বসিয়েছে। দেশজুড়ে সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও ভয় বাড়াচ্ছে মৃত্যুহার। কলকাতাতেও থামছে না মৃত্যু মিছিল। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও আটকানো যাচ্ছে না মৃত্যু। তবে জোর কদমে চলছে টিকাকরণ। আর টিকা নিয়ে মানুষের মনে দেখা দিয়েছে একাধিক ধন্দ। করোনা রুখতে আপাতত কার্যত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। মুদিখানার দোকান থেকে বাজার, সবেতেই নির্দিষ্ট সময়বিধি প্রয়োগ করেছে প্রশাসন। রাস্তায় নেই গণপরিবহণ। তাই করোনা সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর পেতে প্রথম ভরসা ফোন-পরামর্শ। সেই সুযোগ নিয়ে এসেছে টিভি নাইন বাংলা। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসকরা। এই পর্বে প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক…
বাবলু কুণ্ডু, ব্যারাকপুর: স্বামী-স্ত্রী দু’জনেই করোনা পজিটিভ ছিলাম। এখন সুস্থ হয়ে ওঠার পরও জ্বর, গা-হাতে ব্য়থা রয়েছে। এ ক্ষেত্রে কী করব?
শুভ্রজ্যোতি ভৌমিক: করোনা পরবর্তী সময়ে জ্বর ও গা-হাতে ব্যথা হতে পারে। এটি স্বাভাবিক। করোনা একটি ভাইরাস। সেই ভাইরাস শরীরে সংক্রমিত হলে শরীর দুর্বল হয়ে যায়। ফলে পরবর্তী সময়ে অন্যান্য ব্যকটিরিয়া সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। তাই তা শনাক্ত করতে চিকিৎসক যদি কোনও রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন তা করা অত্যন্ত জরুরি।
উত্তর কুমার ভট্টাচার্য, বিরাটি: আমার মাথায় খুব ব্যথা হয় বলে চিকিৎসক এমআরআইর পরামর্শ দিয়েছেন। আমি কি ভ্যাকসিন নিতে পারি? আমার কন্যার অ্যালার্জি রয়েছে সে কি ভ্যাকসিন নিতে পারে?
শুভ্রজ্যোতি ভৌমিক: চিকিৎসকের পরামর্শ মতো দ্রুত এমআরআই করা উচিত। তার সঙ্গে চোখের পরীক্ষা করতে হবে। কিন্তু ভ্যাকসিন না নেওয়ার কোনও বিষয় নেই। ভ্যাকসিন নেওয়া যাবে। মেয়েও অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে ভ্যাকসিন নিতে পারবে। ভ্যাকসিন যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থে অ্যালার্জি না থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে।
অঙ্কিতা মণ্ডল, এন্টালি: মায়ের ঋতুচক্র বন্ধ হচ্ছে না, অনেক দিন ধরে হয়ে যাচ্ছে। ভ্যাকসিন নেওয়া যাবে?
শুভ্রজ্যোতি ভৌমিক: মহিলাদের ঋতুচক্রর সঙ্গে শরীরের রোগ প্রতিরোধের কোনও সম্পর্ক নেই। তাই ঋতুচক্র চলাকালীন ভ্যাকসিন নেওয়া সম্ভব। তবে কেন এতদিন ধরে ঋতুচক্র চলছে তা জানার জন্য গায়নোকলজিস্টের পরামর্শ নিন।
অনির্বাণ সরকার, দমদম: আমার বাব-মা-ভাই পজিটিভ, কতদিন পরে ভ্যাকসিন নিতে পারবে?
শুভ্রজ্যোতি ভৌমিক: তাঁরা যেদিন সুস্থ হয়ে উঠবেন, তার ৩ মাস পর করোনা টিকা নিতে পারবেন।
সুদীপ দাস, কল্যাণী: আমার ৩৫ বছর বয়স, স্পন্ডিলাইটিস আছে। ভ্যাকসিন নিতে পারব?
শুভ্রজ্যোতি ভৌমিক: স্পন্ডিলাইটিস থাকলে আপনি যদি কোনও স্টেরয়েড নিচ্ছেন, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে স্টেরয়েডের ডোজ় কমিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। আর যদি কোনও স্টেরয়েড না নেন, তাহলে এগিয়ে গিয়ে ভ্যাকসিন নিন।
অনন্যা দাস, বারাসত: প্যারাসিটামলে অ্যালার্জি রয়েছে ভ্যাকসিন নিতে পারব?
শুভ্রজ্যোতি ভৌমিক: প্যারাসিটামল বা সালফারে অ্যালার্জি থাকলেও ভ্যাকসিন নেওয়া সম্ভব। তবে ভ্যাকসিন নেওয়ার পর জ্বর এলে প্যারাসিটামল খাওয়া যাবে না। সে ক্ষেত্রে সঠিক ওষুধ দিয়ে জ্বর কমাতে হবে।
(ফেসবুক কমেন্টে আপনাদের প্রশ্ন জানান, উত্তর দেবেন চিকিৎসকরা)
আরও পড়ুন: কোভিড হেল্পলাইন: কখন নেবেন দ্বিতীয় ডোজ়? জানুন ভ্যাকিসন নিয়ে বিবিধ উত্তর