J&K Blast: রাত পোহাতেই ফের রাজৌরিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণে কাঁপল গ্রাম, মৃত ১ শিশু

Jammu Kashmir: বিস্ফোরণের জেরে দুইজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান, শক্তিশালী আইইডি বিস্ফোরণ হয়েছে ওই গ্রামে।

J&K Blast: রাত পোহাতেই ফের রাজৌরিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণে কাঁপল গ্রাম, মৃত ১ শিশু
বিস্ফোরণের পরই ঘিরে ফেলা হয় এলাকা। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 10:53 AM

শ্রীনগর: বছরের প্রথম দিনেই রক্তাক্ত হয়েছিল উপত্যকা। রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরিতে জঙ্গি হামলা (Terror Attack) চলে। সেই হামলায় ৪ জনের মৃত্যু হয়। সেই হামলার রেশ কাটতে না কাটতেই আজ, সোমবার ফের হামলা চলল রাজৌরিতে (Rajouri)। এ দিন রাজৌরির আপার ডাংরি গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কমপক্ষে পাঁচজন স্থানীয় বাসিন্দা আহত হন, মৃত্যু হয়েছে এক শিশুর। প্রাথমিক তদন্তে অনুমান, শক্তিশালী আইইডি বিস্ফোরণ (IED Blast) হয়েছে ওই গ্রামে। ইতিমধ্যেই গোটা গ্রাম ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, গতকালের হামলার পর থেকেই রাজৌরি এলাকাজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। এরইমধ্যে এ দিন সকালে হঠাৎ রাজৌরির আপার ডাংরি গ্রামে বিস্ফোরণ হয়। এরপরই এলাকায় নতুন করে আতঙ্ক ছড়ায়।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে, আরেক শিশুর অবস্থা সঙ্কটজনক। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। জানা গিয়েছে, গতকাল যে বাড়িতে জঙ্গি হানা হয়েছিল, তার খুব কাছেই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শক্তিশালী আইইডি বিস্ফোরণ হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল যে বাড়িতে গুলি চলেছিল, তার কাছেই গুলি চলেছে। সংবাদমাধ্যমের কর্মীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। ওই এলাকার কাছেই আরও একটি আইইডি উদ্ধার করা হয়েছে। সেই এলাকা খালি করে দেওয়া হয়েছে।  ঘটনাস্থলে সিআরপিএফ জওয়ানরা পৌঁছচ্ছে।

উল্লেখ্য, রবিবারই জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ধাংরি এলাকায় সাধারণ মানুষের বাড়িতে গিয়ে গুলিবর্ষণ শুরু করে। জঙ্গিদের গুলিতে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন ৬ জন। আহতদের রাজৌরির জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।