Arvind Kejriwal: ‘৭ বিধায়ককে ২৫ কোটি টাকা করে দেবে বলেছে’, বিস্ফোরক কেজরীবাল, বোমা ফাটালেন বিজেপির বিরুদ্ধে
AAP VS BJP: ২১ জন বিধায়কের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছে বলে কেজরীবাল দাবি করলেও, তিনি জোর দিয়ে বলেন যে সাতজন বিধায়ককে দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। ২৫ কোটি টাকা করে তাঁদের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সকলেই সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।
নয়া দিল্লি: বিস্ফোরক কেজরীবাল। সরকার ভাঙার চেষ্টার মারাত্মক অভিযোগ আনলেন তিনি। বিজেপির বিরুদ্ধে আনলেন ঘোড়া কেনাবেচার অভিযোগ। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) দাবি করেন, বিজেপি (BJP) আম আদমি পার্টি(Aam Aadmi Party)-র সাতজন বিধায়ককে কিনে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেক বিধায়ককে ২৫ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে।
এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দাবি করেন, আপের বিধায়কদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে বিজেপি। তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতারি করার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। দিল্লিতে আপ সরকারকে গদিচ্যুত করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই দাবি কেজরীবালের।
पिछले दिनों इन्होंने हमारे दिल्ली के 7 MLAs को संपर्क कर कहा है – “कुछ दिन बाद केजरीवाल को गिरफ़्तार कर लेंगे। उसके बाद MLAs को तोड़ेंगे। 21 MLAs से बात हो गयी है। औरों से भी बात कर रहे हैं। उसके बाद दिल्ली में आम आदमी पार्टी की सरकार गिरा देंगे। आप भी आ जाओ। 25 करोड़ रुपये देंगे…
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 27, 2024
এ দিন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট করেন কেজরীবাল। সেই পোস্টে তিনি লেখেন, “সম্পূর্ণ বিজেপি আমাদের সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের বলেছে, আমরা কয়েকদিনের মধ্যেই কেজরীবালকে গ্রেফতার করব। এরপরে আমরা বিধায়কদের ভাঙাব। ২১ জন বিধায়কের সঙ্গে কথা হয়েছে। বাকিদের সঙ্গেও কথা হচ্ছে। আমরা দিল্লিতে আম আদমি পার্টির সরকার ফেলে দেব। আপনারাও আসতে পারেন। ২৫ কোটি টাকা দেওয়া হবে। বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করার সুযোগও দেওয়া হবে।”
২১ জন বিধায়কের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছে বলে কেজরীবাল দাবি করলেও, তিনি জোর দিয়ে বলেন যে সাতজন বিধায়ককে দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। ২৫ কোটি টাকা করে তাঁদের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সকলেই সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।
কেজরীবাল আরও বলেন, “এর অর্থ হল আমায় আবগারি দুর্নীতিতে গ্রেফতার করা হবে না, দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দেওয়ার জন্য় চক্রান্ত করা হচ্ছে। বিগত নয় বছরে ওরা একাধিক চক্রান্ত করেছে আমাদের সরকারকে ভেঙে ফেলার জন্য। কিন্তু কোনওবারই ওরা সাফল্য পায়নি। ঈশ্বর ও সাধারণ মানুষের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে, আমাদের সমস্ত সাংসদরা একজোট রয়েছে। এবারও বিজেপির ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ হবে।”
কেজরীবাল দাবি করেন, দিল্লিতে আপ সরকার ভাল কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে, তাই বিজেপি ইর্ষায়িত হয়ে সরকার ভাঙার চেষ্টা করছে বারংবার।