Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: ইডির নামেই ‘অ্যালার্জি’, পঞ্চমবারও সমন এড়ালেন কেজরীবাল, এবার কি সোজা গ্রেফতার?

Delhi Excise Scam: চলতি সপ্তাহের বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে নতুন সমন পাঠায় ইডি। আজ, শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, আজও হাজিরা দেবেন না কেজরীবাল। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন কেজরীবাল।

Arvind Kejriwal: ইডির নামেই 'অ্যালার্জি', পঞ্চমবারও সমন এড়ালেন কেজরীবাল, এবার কি সোজা গ্রেফতার?
অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 02, 2024 | 10:15 AM

নয়া দিল্লি: কিছুতেই যাবেন না ইডির সামনে! ফের সমন এড়ালেন কেজরীবাল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আজ, শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কিন্তু হাজিরা দিতে নারাজ কেজরীবাল (Arvind Kejriwal)। ফের ইডির সমন (ED Summon) এড়িয়ে গেলেন। এই নিয়ে পঞ্চমবার ইডির সমন এড়ালেন অরবিন্দ কেজরীবাল। শাসক দল আম আদমি পার্টির দাবি, মুখ্যমন্ত্রীকে মিথ্যা মামলায় গ্রেফতার করার জন্যই বারবার সমন পাঠাচ্ছে ইডি।

চলতি সপ্তাহের বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে নতুন সমন পাঠায় ইডি। আজ, শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, আজও হাজিরা দেবেন না কেজরীবাল। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন কেজরীবাল। এর আগে গত ২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। নতুন বছরের৩ জানুয়ারি ও ১৮ জানুয়ারিও হাজিরার জন্য সমন পাঠায় ইডি, সেটিও এড়িয়ে যান কেজরীবাল। তাঁর বক্তব্য, এই সমন বেআইনি।

এদিকে, কেজরীবাল সমন পাওয়ার পরই সুর চড়িয়েছে আম আদমি পার্টিও। দলের তরফে দাবি করা হয়েছে, “কেজরীবালকে গ্রেফতার করাই মোদীজির লক্ষ্য। দিল্লির সরকার ফেলে দিতে চায় বিজেপি, সেই কারণে বারবার কেজরীবালকে সমন পাঠানো হচ্ছে। কিন্তু আমরা তা কখনও হতে দেব না।”

বারংবার সমন এড়ানোয় জল্পনা, এবার কেজরীবালের বিরুদ্ধে আদালতে যেতে পারে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে অজামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।

প্রসঙ্গত, ২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। কিছু সংখ্যক ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই নীতি তৈরি করা হয়েছিল। এর বিনিময়ে সরকার ১০০ কোটি টাকাও পেয়েছিল। এই আবগারি নীতি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।