Anubrata Mondal: অনুব্রত জামিন পেলেও আজ কি আদৌ তিহাড়-মুক্তি হবে?

Anubrata Mondal: আজ শনিবার হওয়ায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। নিয়ম অনুযায়ী,‌ জামিন প্রাপ্তদের সন্ধ্যার পরই তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হয়। সেক্ষেত্রে, আজ জেল মুক্তি না হলে সোমবার তিহাড় থেকে বেরোতে পারেন অনুব্রত। আইনজীবীদের সূত্রের খবর, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন অনুব্রত।

Anubrata Mondal: অনুব্রত জামিন পেলেও আজ কি আদৌ তিহাড়-মুক্তি হবে?
অনুব্রত মণ্ডলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 2:18 PM

নয়া দিল্লি: জামিন হলেও অনুব্রত মণ্ডলের জেল-মুক্তি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত। এখনও তিহাড় জেল কর্তৃপক্ষের হাতে আসেনি অনুব্রতর জামিনের অর্ডার কপি। ফলে শনিবার কেষ্ট জেল থেকে বেরোতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার শুক্রবার অনুব্রত মণ্ডলের জামিনের নির্দেশ দেন। বিচারকের মৌখিক নির্দেশের প্রেক্ষিতে শনিবার ১০ লক্ষ টাকার ‘বেল বন্ড’ জমা করে দিয়েছেন অনুব্রতর আইনজীবী।

শুরু হয়েছে বেল বন্ড খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, রাউজ অ্যাভিনিউ কোর্টে জমা দেওয়া বিল বন্ডের যাবতীয় নথির কপি জমা দেওয়া হয়েছে ইডি অফিসেও। আলাদাভাবে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া সঠিক কি না তা খতিয়ে দেখছে ইডি।

তবে আজ শনিবার হওয়ায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। নিয়ম অনুযায়ী,‌ জামিন প্রাপ্তদের সন্ধ্যার পরই তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হয়। সেক্ষেত্রে, আজ জেল মুক্তি না হলে সোমবার তিহাড় থেকে বেরোতে পারেন অনুব্রত। আইনজীবীদের সূত্রের খবর, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন অনুব্রত।

প্রায় ২ বছর পর বন্দিদশা ঘুচতে চলেছে অনুব্রত মণ্ডলের। এক সময় বীরভূমের দাপুটে নেতা হিসাবে সর্বজনবিদিত অনুব্রতকে ২০২২-এর ১১ অগস্ট গ্রেফতার করে সিবিআই। গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে। আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি। সেখান থেকেই ইডি তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ করে দিল্লি নিয়ে যায়। সেখান থেকে তিহাড়। ২ বছর পার করে জামিন পেয়েছেন তিনি।