Arvind Kejriwal On Manish Sisodia : ‘তিনদিনে গ্রেফতার করা হতে পারে সিসোদিয়াকে’, সিবিআই অভিযানের মাঝে ভবিষ্যদ্বাণী কেজরীবালের

Arvind Kejriwal : মণীশ সিসোদিয়ার সঙ্গে দু'দিনের সফরে গুজরাটে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেখানে গিয়ে তিনি বলেন, 'তিন চারদিনের মধ্যে গ্রেফতার করা হতে পারে সিসোদিয়াকে।'

Arvind Kejriwal On Manish Sisodia : 'তিনদিনে গ্রেফতার করা হতে পারে সিসোদিয়াকে', সিবিআই অভিযানের মাঝে ভবিষ্যদ্বাণী কেজরীবালের
ছবি সৌজন্যে : ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 6:52 PM

আহমেদাবাদ : আগামী ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন রয়েছে মোদী-শাহের রাজ্যে। নির্বাচনের আগে প্রচারমুখী হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এ বছর পঞ্জাবে ক্ষমতায় আসার পর আম আদমি পার্টির পরবর্তী লক্ষ্য গুজরাট। সেই লক্ষ্যে জোর দিয়েছেন জনসংযোগে। ইতিমধ্য়েই চারবার মোদীর রাজ্যে সফরে গিয়ে এসেছেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। গুজরাটবাসীর কাছে করেছেন বেশ কিছু প্রতিশ্রুতিও। পঞ্চমবারের জন্য গুজরাটে পা রেখে তিনি বলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চান না। তিনি জানিয়েছেন দেশকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য়। তিনি এদিন আরও বলেন, সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারে দু’দিনে। তিনিও যেকোনওদিন গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন কেজরীবাল।

গুজরাটের নির্বাচনের আগে পঞ্চমবারের জন্য মোদী-শাহের রাজ্যে সফরে গিয়েছেন অরবিন্দ কেজরীবাল। তাঁর এই সফরে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়ে তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। সেই প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেশের প্রধামন্ত্রীর পদের জন্য এখানে আসিনি। আমি শুধুমাত্র ভারতকে বিশ্বের ১ নম্বর দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি গুজরাটে এসে গুজরাটবাসীর জন্য স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা নিয়ে নানান প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত, রাজধানীর অলিন্দে এখন বহুল চর্চিত বিষয় হল দিল্লির নয়া আবগারি নীতি ও মণীশ সিসোদিয়া। গত শুক্রবার সিসোদিয়ার বাসভবনে সিবিআই প্রায় ১৫ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে। সিবিআই-র রাডারে বর্তমানে দিল্লির সরকারের একাধিক প্রকল্প। আবগারি নীতির পাশাপাশি বাস কেনায় দুর্নীতি প্রসঙ্গেও সিবিআই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এদিন গুজরাটে দাঁড়িয়ে আপ প্রধান বলেন, ‘আমি শুনছি তিন থেকে চার দিনে গ্রেফতার হতে পারেন মণীশ সিসোদিয়া। কে জানে, আমিও হয়ত গ্রেফতার হতে পারি। গুজরাট নির্বাচবনের কারণেই এইসব করা হচ্ছে।’ তিনি এদিন আরও বলেছেন, ‘তিনি (মণীশ সিসোদিয়া) সরকারি স্কুলের বদল এনেছেন। অন্যান্য রাজনৈতিক দল ৭০ বছরে তা করতে পারেনি। এরকম ব্যক্তির ভারত রত্ন পাওয়া উচিত। গোটা দেশের শিক্ষাব্যবস্থা তাঁর হাতে সপে দেওয়া উচিত। কিন্তু তার পরিবর্তে তাঁরা সিবিআই অভিযান করলেন।’

দু’দিনের সফরে গুজরাটে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। পঞ্জাবের পর এখন পাখির চোখ গুজরাট। এ বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে সরকার গঠন করেছে আপ। সেই আত্মবিশ্বাসে ভর করেই গুজরাটে আপের সম্বন্ধে জনমত গড়ে তুলতে কোমর বেঁধে নেমে পড়েছে আপ। এদিকে দিল্লিতে এখন আপ-বিজেপির চাপা উত্তেজনা জারি রয়েছে। আপের তরফে অভিযোগ করা হয়েছে, যে আপের জনপ্রিয়তা কমানোর জন্যই সিবিআই-কে ব্য়বহার করে ভয় দেখাতে চায় বিজেপি। এদিকে নিজের লক্ষ্যে স্থির কেজরীবাল। তিনি সম্প্রতি ‘মেক ইন্ডিয়া নং ১’ নামে একটি প্রচারাভিযানের সূচনা করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এই অভিযানকে বড় মাধ্যম হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।