AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Highest-Ever Temperature In India: ৫২.৩ ডিগ্রি! ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলল দিল্লি

Delhi Hits 52.3 Degrees: বুধবার (২৯ মে), দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল দিল্লির মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র। রাজধানীর এই আবহাওয়া কেন্দ্রে এদিন দুপুর ২টো বেজে ৩০ মিনিটে পারদ পৌঁছে গিয়েছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে। ভারতে এর আগে কোথাও এত বেশি তাপমাত্রা দেখা যায়নি।

Highest-Ever Temperature In India: ৫২.৩ ডিগ্রি! ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলল দিল্লি
গরমে স্বস্তি দেয় কেবলই ঠান্ডা পানীয়। প্রচণ্ড রোদ থেকে ঘরে এলেই মন চায় ঠান্ডা পানীয়। আর সেটা যদি বিশেষ কোনও শরবত হয়, তাহলে তো মন জুড়িয়ে যায়Image Credit: Twitter
| Updated on: May 29, 2024 | 6:32 PM
Share

নয়া দিল্লি: ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস! রাজধানী দিল্লি যেন আগুনের গোলা। বুধবার (২৯ মে), দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল দিল্লির মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র। রাজধানীর এই আবহাওয়া কেন্দ্রে এদিন দুপুর ২টো বেজে ৩০ মিনিটে পারদ পৌঁছে গিয়েছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে। ভারতে এর আগে কোথাও এত বেশি তাপমাত্রা দেখা যায়নি। গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দিল্লি। সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করছিল। এদিন তা ছাপিয়ে গিয়ে সর্বকালের রেকর্ড তৈরি হল। এর আগে মঙ্গলবার, মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্রে ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল। প্রত্যাশার চেয়ে ৯ ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা।

রাজধানীর অধিকাংশ জায়গাতেই যে প্রচণ্ড গরম পড়তে চলেছে, গত সপ্তাহান্তেই এই সতর্কবার্তা দিয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ। আবহাওয়া দফতর থেকে এদিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু, সেই পূর্বাভাসকেও মিথ্যে করে দিয়েছে মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র। এর আগে ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল ২০১৬ সালের ১৯ মে, মরু রাজ্য রাজস্থানের ফলোদী শহরে। ওই দিন ফলোদীতে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। কিন্তু, আজ তাকে পিছনে ফেলে দিল দিল্লি। মজার বিষয়, এদিনও ফালোদিতে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এছাড়া, হরিয়ানার সিরসায় ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। নজফগড়ে তাপমাত্রা ছিল ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের আবহাওয়া বিভাগের আঞ্চলিক প্রধান, কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, “দিল্লিতে আগেই তীব্র গরম আবহাওয়া ছিল। রাজস্থান থেকে আসা গরম বাতাসের কারণে রাজধানীর কিছু বিশেষ অংশের আবহাওয়া আরও খারাপ হয়ে গিয়েছে। মুঙ্গেশপুর, নারেলা এবং নজফগড়ের মতো অঞ্চলগুলিতে এই গরম বাতাসের পূর্ণ শক্তি দেখা যাচ্ছে।” তবে একটাই স্বস্তির বিষয়, এই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়ার পরই দিল্লিতে নেমেছে বৃষ্টি। দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করার দুই ঘণ্টা পরই, রাজধানীতে বৃষ্টি নেমেছে। এতে চরম তাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন দিল্লিবাসী। তবে একই সঙ্গে বাড়বে আদ্রতা। যা অস্বস্তি সূচক আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।