Crime News: স্ত্রীর সঙ্গে ঝগড়া, তিন তলা থেকে ২ বছরের সন্তানকে ছুড়ে ফেলে নিজেও দিলেন ঝাঁপ

Delhi News: দাম্পত্য কলহের কারণে তাঁর স্ত্রী পূজা দুই সন্তানকে নিয়ে কালকেজিতে নিজের ঠাকুমার বাড়িতে থাকছিলেন বিগত কয়েক মাস ধরে। শুক্রবার রাতে মান সিং স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই ওই দম্পতির মধ্যে বচসা শুরু হয়।

Crime News: স্ত্রীর সঙ্গে ঝগড়া, তিন তলা থেকে ২ বছরের সন্তানকে ছুড়ে ফেলে নিজেও দিলেন ঝাঁপ
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 4:17 PM

নয়া দিল্লি: বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন লেগে থাকত বচসা। সন্তান আসার পর সম্পর্ক কিছুটা সহজ হলেও, সম্প্রতিই সেই বিরোধ আবার চরমে ওঠে। বাকিদিনের মতো শুক্রবারও রাতে বচসা শুরু হয়েছিল, কিন্তু সেই বিবাদ যে এত চরমে পৌঁছবে, তা কল্পনাও করতে পারেনি কেউ। স্ত্রীর সঙ্গে বচসা, রাগের মাথায় দুই বছরের সন্তানকেই তিনতলা বাড়ির বারান্দা থেকে ফেলে দিলেন। পরে ওই ব্যক্তি নিজেও বারান্দা থেকে ঝাঁপ দেন। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ও তাঁর সন্তান-দুজনই গুরুতর আহত অবস্থায় নয়া দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির কালকেজির একটি বস্তি এলাকায়। সেখানের একটি বাড়ির তিনতলা থেকেই এক ব্যক্তি তাঁর দুই বছরের সন্তানকে বারান্দা থেকে ফেলে দেন। কয়েক মুহূর্তের মধ্য়েই তিনিও ঝাঁপ দেন বারান্দা থেকে। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে বচসার কারণেই  ওই ব্যক্তি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মান সিং। দাম্পত্য কলহের কারণে তাঁর স্ত্রী পূজা দুই সন্তানকে নিয়ে কালকেজিতে নিজের ঠাকুমার বাড়িতে থাকছিলেন বিগত কয়েক মাস ধরে। শুক্রবার রাতে মান সিং স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই ওই দম্পতির মধ্যে বচসা শুরু হয়। আচমকাই রাগের বশে ওই ব্যক্তি নিজের দুই বছরের সন্তানকে বারান্দা থেকে ফেলে দেন। এরপরে তিনি নিজেও ঝাঁপ দেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ব্য়ক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সন্তান দিল্লির এইমসে ভর্তি রয়েছেন। দুইজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।