Rajya Sabha Election: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন ডেরেক, জয়শঙ্কর-সহ ১১ জন

Rajya Sabha Election: আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গ, গুজরাট ও গোয়া মিলিয়ে রাজ্যসভার ১১টি আসনে নির্বাচন হবে। তৃণমূল ও বিজেপি ঘোষিত প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন রাজ্যসভায় যাচ্ছেন।

Rajya Sabha Election: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন ডেরেক, জয়শঙ্কর-সহ ১১ জন
ডেরেক-জয়শঙ্কর।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 3:20 PM

নয়া দিল্লি: রাজ্যসভায় নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ। আজ, সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। আর নতুন করে কেউ মনোনয়ন জমা দেননি। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন ( Derek O’Brien), বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar) সহ তৃণমূল ও বিজেপি ঘোষিত ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় (Rajya Sabha) যাচ্ছেন।

রাজ্যসভার নির্বাচনের ঘোষিত ১১ জন প্রার্থীর মধ্যে তৃণমূলের ৬ জন ও বিজেপির ৫ জন রয়েছেন। তৃণমূল প্রার্থীদের মধ্যে ডেরেক ও’ব্রায়েন ছাড়াও রয়েছেন সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সমিরুল ইসলাম এবং প্রকাশ বারিক। এঁরা সকলেই পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে, বিজেপির ৫ প্রার্থীর মধ্যে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ছাড়াও রয়েছেন বাবুভাই দেশাই, কেশরীদেব সিং ঝালা, অনন্ত মহারাজ, এবং সদানন্দ শিট তানাভাদে। এঁদের মধ্যে গুজরাট থেকে প্রতিনিধিত্ব করছেন এস. জয়শঙ্কর, বাবুভাই দেশাই এবং কেশরীদেব সিং ঝালা। অনন্ত মহারাজ প্রতিনিধিত্ব করছেন পশ্চিমবঙ্গ থেকে। আর গোয়ার আসন থেকে রাজ্যসভায় যাচ্ছেন সদানন্দ শিট তানাভাদে।

আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গ, গুজরাট ও গোয়া মিলিয়ে রাজ্যসভার ১১টি আসনে নির্বাচন হবে। তৃণমূল ও বিজেপি ঘোষিত প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরিউক্ত ১১ জন রাজ্যসভায় যাচ্ছেন।

প্রসঙ্গত, আগামী ১৮ অগাস্ট পশ্চিমবঙ্গের ৬টি আসন ফাঁকা হতে চলেছে। রাজ্যসভা থেকে অবসর নেবেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দু শেখর রায়। ওই দিন গুজরাটেরও ৩টি আসন ফাঁকা হবে। অবসর নেবেন দীনেশচন্দ্র জেমালভাই আনাবাদিয়া, লোখান্ডওয়ালা জুগলকসিং মাথুরজি ও সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। আর গোয়ার আসন থেকে আগামী ২৮ জুলাই অবসর নিতে চলেছেন বিনয় ডি তেন্ডুলকর।