Menstrual leave: ঋতুস্রাবের সময় ছুটি পাবেন ছাত্রীরা, ‘ঐতিহাসিক’ পদক্ষেপ এই বিশ্ববিদ্যালয়ের
National Law University: ঋতুস্রাবের সময় ছুটি কেবল শারীরিক ও মানসিকভাবে ছাত্রীদের সমর্থন জানাবে না, ঋতুস্রাব নিয়ে সামাজিক ধারণারও বদল ঘটাতে সাহায্য করবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিন ড. প্রবীণ ত্রিপাঠী। বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণের জন্যই এই পদক্ষেপ বলে উপাচার্য জানিয়েছেন।
ধরমশালা: ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার থেকে ঋতুস্রাবের ছুটি (Menstrual leave) পাবে ছাত্রীরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে ধরমশালা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (Dharamshala National Law University)। চলতি সেমেস্টার থেকেই এই ছুটি মিলবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ছাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শৈলেশ এন. হাদলি।
উত্তরপ্রদেশের জব্বলপুরে অবস্থিত ধরমশালা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ঋতুস্রাবের ছুটির জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শৈলেস এন. হাদলি জানান, স্টুডেন্টস বার অ্যাসোসিয়েশন-সহ ধরমশালা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ছাত্রীরা গত বছর থেকেই ঋতুস্রাবের সময় ছুটির দাবি জানাচ্ছিল। তার প্রেক্ষিতে স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি সেমেস্টার থেকেই ঋতুস্রাবের সময় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি সেমেস্টারে সাংস্কৃতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের দেওয়া ছুটির অংশ হবে এই অফগুলি। মহিলা শিক্ষার্থীরাই এই ছুটি পাবেন। বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণের জন্যই এই পদক্ষেপ করা হল বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ঋতুস্রাবের সময় ছুটি কেবল শারীরিক ও মানসিকভাবে ছাত্রীদের সমর্থন জানাবে না, ঋতুস্রাব নিয়ে সামাজিক ধারণারও বদল ঘটাতে সাহায্য করবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিন ড. প্রবীণ ত্রিপাঠী।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে কেরলের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রীদের জন্য ঋতুস্রাবের ছুটি মঞ্জুর করেছে।