মৃত অবস্থায় উদ্ধার ডাক্তার দম্পতি, পুলিশের অনুমান আত্মহত্যা
স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি স্বামী নিখিল। একদিনেই মধ্যেই তিনি আত্মহত্যা করেন। যদিও দুজনের মৃত্যু কারণ খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়েছে।
পুনে: ডাক্তার দিবসে সামনে এল মর্মান্তিক খবর। পুনেতে আত্মহত্যা করলেন এক ডাক্তার। এর একদিন আগেই আত্মহত্যা (Suicide) করেছেন ডাক্তারের স্ত্রী। তিনিও ডাক্তার। পুনের (Pune) বনবাণী থানা এলাকার আজাদনগরের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত ডাক্তারের নাম নিখিল দত্তাত্রেয় শেন্ডকর। তার বয়স ২৮ বছর। তার স্ত্রী অঙ্কিতা নিখিল শেন্ডকারের বয়স ২৬ বছর। কিছুদিন আগেই দুজনের বিয়ে হয়েছিল। কয়েকদিন ধরে দুজনের মধ্যে অশান্তি চলছিল। পারিবারিক অশান্তির জেরেই অঙ্কিতা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি স্বামী নিখিল। একদিনেই মধ্যেই তিনি আত্মহত্যা করেন। যদিও দুজনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই দুজনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে।
দুজনের মৃত্যুতে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সম্প্রতি নিজেদের মধ্যে ঝামেলা বেড়ে গিয়েছিল। ডাক্তার দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ডাক্তার দিবসে ডাক্তার দম্পতির মৃত্যুর খবর বহু মানুষকে নাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: খোলা কুয়োয় পড়ে আটকে গেল চিতাবাঘ, তারপর…