বিয়েবাড়িতে হাতির তাণ্ডব, ছাদনাতলা ছেড়ে দৌড় বরের
হাতির তাণ্ডব শুরু হতেই একে একে মণ্ডব ছেড়ে পালান বরযাত্রীরা। বিয়ে ছেড়ে পালায় বরও।
প্রয়াগরাজ: ‘…হাতি নাচছে, ঘোড়া নাচছে, খুকুমণির বিয়ে’- হাতির নাচনই বটে। তবে তাণ্ডব নাচন। বিয়েবাড়িতে লাগাতার বাজি ফাটছিল। বাজির তীব্র শব্দ না-পসন্দ হাতির। রেগে গিয়ে তাই ভেঙে দিল বিয়েবাড়ির প্যান্ডে। গোটা চারেক গাড়িও শুঁড় দিয়ে উল্টে দেয় হাতিটি। পরিস্থিতি বেগতিক দেখে ছাদনাতলা ছেড়ে ছুট বরের। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে।
সেখানে সরাই ইনায়েত এলাকার আমলাপুরে গ্রামের এই ঘটনা রীতিমতো ভাইরাল। নারায়ণপুরের বাসিন্দা আনন্দ ত্রিপাঠী বরযাত্রী নিয়ে সমারোহে আমলাপুর গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। সঙ্গী ছিল হাতি। বিয়ের মণ্ডপে বরযাত্রী হাজির। আনন্দে লাগাতার বাজি ফাটাচ্ছে কনেপক্ষ। যা কি না না-পসন্দ হাতির। ব্যাস রেগে গিয়ে প্যান্ডেল ভেঙে দেয় সে। উল্টে দেয় গাড়ি।
হাতির তাণ্ডব শুরু হতেই একে একে মণ্ডব ছেড়ে পালান বরযাত্রীরা। বিয়ে ছেড়ে পালায় বরও। কার্যত একা হাতি ভেসতে দেয় বিয়ে। এরপর বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে শান্ত করেন।
আরও পড়ুন: করমুক্ত ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ, করোনার সামগ্রীতেও কমল বোঝা: জিএসটি কাউন্সিল