ফের বাবা হচ্ছেন ফারহান আখতার!কী বললেন স্ত্রী শিবাণী?
বছর পড়তেই সুখবর!মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে, এবার নাকি নতুন সদস্য আসতে চলেছে ফারহান আখতার এবং শিবাণী ডান্ডেকরের পরিবারে। চারিদিকে শুভেচ্ছার বন্যা। সত্যিই কি তাহলে আবার বাবা হচ্ছেন ফারহান?
বছর পড়তেই সুখবর!মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে, এবার নাকি নতুন সদস্য আসতে চলেছে ফারহান আখতার এবং শিবাণী ডান্ডেকরের পরিবারে। চারিদিকে শুভেচ্ছার বন্যা। সত্যিই কি তাহলে আবার বাবা হচ্ছেন ফারহান? তাঁর প্রথম পক্ষের দুটি সন্তান রয়েছে। কিন্তু শিবাণী এবং ফারহানের এখনও কোনও সন্তান হয়নি।
ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস এবার মা হতে চলেছেন শিবাণী। যদিও অভিনেতা বা অভিনেত্রী এমন কিছুই ঘোষণা করেননি। এ দিকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বার্তা। সত্যিই কি তাই?পাপারাজ্জিদের দাবি সম্প্রতি শিবাণীকে দেখা গিয়েছে হাসপাতালের বাইরে। সেই থেকেই তারা ধরে নিয়েছেন শীঘ্রই আসতে চলেছে সুখবর। যদিও সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন পুরোটাই ভুয়ো খবর। এখনই তিনি মা হচ্ছেন না।
উল্লেখ্য, ২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ফারহান-শিবানী। জাভেদ আখতার ও শাবানা আজ়মির খান্ডালার ফার্ম হাউজ়ে হয় বিয়ে। ছিমছাম আয়োজন ছিল ঠিকই কিন্তু লাল গাউনে নজর কেড়েছিলেন নববধূ শিবানী। নজর কেড়েছিলেন ফারহানও। খ্রিস্ট মতে তাঁদের বিয়ে হয়। ফারহান অভিনীত ও পরিচালিত ‘জিন্দেগি না মিলেগা দোবারা’ ছবিতে ‘স্যানোরিটা’ গানটিও রিক্রিয়েট করেন তাঁরা। ফারহানের সঙ্গে নাচের তালে তাল মিলিয়েছিলেন হৃত্বিক রোশনও। বিয়েতে উপস্থিত ছিলেন রিয়া চক্রবর্তীও। ছিলেন ফারহানের প্রথম পক্ষের দুই কন্যাও।