TV9 Festival of India 2025: ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব, আসছে TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়া ২০২৫
Durga Puja 2025 Celebration: কনসার্ট এবং ডান্ডিয়া নাইটের পাশাপাশি সারাদিন ধরে থাকবে বলিউড হিটস, লোকসঙ্গীত, ফিউশন এবং ইন্ডি মিউজিকের মনোমুগ্ধকর আসর। এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ দিল্লির সর্বোচ্চ ও শিল্পসমৃদ্ধ দুর্গাপুজো প্যান্ডেল।

সেজে উঠছে দিল্লি, ভারতের বৃহত্তম উৎসবের জন্য নিচ্ছে প্রস্তুতি। আসছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০২৫। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে চলবে এই ফেস্টিভ্যাল। দুর্গাপূজা এবং নবরাত্রিকে মাথায় রেখে এই পাঁচ দিনের মহোৎসব থাকবে সঙ্গীত, নৃত্যের আয়োজন। থাকবে প্রসুর শপিং করার জন্য নানা পণ্যের মেলা, হরেকরকমের খাবারের স্টল। সব মিলিয়ে এ এমন এক মেলা যেখানে আপনি আসতে পারেন আপনার পরিবারের সঙ্গে, মনে মানুষের হাত ধরে কিংবা বন্ধুদের সঙ্গে। সব ধরনের বয়সের অতিথিদের জন্য থাকছে বিনোদনের আয়োজন।
কনসার্ট এবং ডান্ডিয়া নাইটের পাশাপাশি সারাদিন ধরে থাকবে বলিউড হিটস, লোকসঙ্গীত, ফিউশন এবং ইন্ডি মিউজিকের মনোমুগ্ধকর আসর। এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ দিল্লির সর্বোচ্চ ও শিল্পসমৃদ্ধ দুর্গাপুজো প্যান্ডেল।
পাঁচ দিনব্যাপী লাইফস্টাইল এক্সপোতে প্রদর্শিত হবে ফ্যাশন, সাজসজ্জা, গয়না, প্রযুক্তি, হস্তশিল্প ও অনন্য সব পণ্য। আর খাদ্য উৎসবে পাওয়া যাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নানা স্বাদের বৈচিত্র্য। শিশু, তরুণ এবং পরিবারের জন্য থাকবে কর্মশালা, খেলা, আর্ট কর্নার ও নানা ধরনের কার্যক্রম— যা মিলিতভাবে দেবে ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য অভিজ্ঞতা।
উৎসবের আগে টিভি৯ নেটওয়ার্ক-এর চিফ অপারেটিং অফিসার কে বিক্রম বলেন, “গত দুটি আসরের বিশাল সাফল্যের পর এ বছর আমরা আরও বড় পরিসরে আয়োজন করছি লাইভ মিউজিক কনসার্ট, সেলিব্রিটি ডিজে-র সঙ্গে ডান্ডিয়া-গরবা নাইট এবং মহা দুর্গাপুজো উদযাপন। লাইফস্টাইল স্টলে থাকবে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক সংগ্রহ। সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব এবং আধুনিকতার মিশ্রণে এই উৎসব ভারতবর্ষ এবং টিভি৯ নেটওয়ার্কের আসল চেতনাকে প্রতিফলিত করবে।“
দর্শনার্থীরা এই অনন্য উৎসবে অংশ নিতে পারবেন কনসার্ট ও ডান্ডিয়া নাইটের টিকিট বুক করে শুধুমাত্র BookMyShow-এ। তবে লাইফস্টাইল এক্সপো-তে প্রবেশ সবার জন্য ফ্রি। সঙ্গীত, সংস্কৃতি, খাবার ও উৎসবের এই মিলনমেলা দর্শকদের দেবে স্মরণীয় অভিজ্ঞতা। ফেস্টিভ্যাল চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর। সকাল ১০টা – রাত ১০টা অবধি। লাইফস্টাইল এক্সপো খোলা থাকবে প্রত্যহ সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি। আরও তথ্য জানতে ভিজিট করুন tv9festivalofindia.com ওয়েবসাইটে।
টিভি৯ নেটওয়ার্ক, অ্যাসোসিয়েটেড ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেড (ABCL) দ্বারা পরিচালিত, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে একটি জাতীয় হিন্দি সংবাদ চ্যানেল— টিভি৯ ভারতবর্ষ, একটি ইংরেজি সংবাদ চ্যানেল— নিউজ৯, এবং পাঁচটি আঞ্চলিক চ্যানেল— টিভি৯ তেলুগু, টিভি৯ কন্নড়, টিভি৯ মারাঠি, টিভি৯ গুজরাটি ও টিভি৯ বাংলা।
