Punjab: “কৃষকদের কোনও দোষ নেই”, পঞ্জাবে ফসল পোড়ানো নিয়ে প্রতিক্রিয়া দিল্লির পরিবেশ মন্ত্রীর

crop burning, Punjab, এই প্রসঙ্গে দিল্লির পরিবেশ মন্ত্রী বলেন, "এই ঘটনায় কৃষকদের কোনও দোষ নেই। কেউ যদি তাদের দোষারোপ করেন তবে, সেটা ঠিক হবে না। সরকারের উচিৎ এই বিষয়ে সমাধান খুঁজে বের করা। আমরা দিল্লিতে সেটাই করে দেখিয়েছি। কিন্তু অন্য রাজ্য গুলি এই ধরনের পদক্ষেপ গ্রহণে কোনও আগ্রহ দেখায়নি।"

Punjab: কৃষকদের কোনও দোষ নেই, পঞ্জাবে ফসল পোড়ানো নিয়ে প্রতিক্রিয়া দিল্লির পরিবেশ মন্ত্রীর
ছবি-ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Nov 10, 2021 | 4:50 PM

নয়া দিল্লি: দিওয়ালি কেটে যাওয়ার পর থেকেই বিভিন্ন শহরে দূষণের বেড়ে যাওয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। দিল্লি ও সংলগ্ন এলাকায় কৃষকদের ফসলের অবশিষ্টাংশ পোড়ানো রোধ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। তার মাঝেই দিল্লি সরকারের মন্ত্রীর করা মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Delhi Environment Minister Gopal Rai) জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠন করলে ফসল পোড়ানো রোধ করতে কৃষকদের বিনামূল্য বায়ো ডিকম্পোজার বিতরণ করা হবে। আগামী বছরই পঞ্জাবে (Punjab) বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টিই পঞ্জাবে প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে গোপাল রাইয়ের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রাই বলেন, প্রতিবেশী রাজ্যগুলিতে অনিয়ন্ত্রিত ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জন্য কৃষকদের কখনই দোষ দেওয়া যায় না কারণ সেখানকার সরকারগুলিই বিকল্প সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। রবিবার, অনিয়ন্ত্রিত হারে ফসল পোড়ানোর জন্য শেষ তিনবছরে দিল্লির বায়ু দূষণের মাত্রা তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলেই জানা গিয়েছে। সোমবার বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে দিল্লি ও তার প্রতিবেশী রাজ্য সংলগ্ন এলাকায় ৫ হাজার ৪৫০ টি আগুন লাগানোর ঘটনার খবর মিলেছে, যা এখনও অবধি সর্বাধিক।

এই প্রসঙ্গে দিল্লির পরিবেশ মন্ত্রী বলেন, “এই ঘটনায় কৃষকদের কোনও দোষ নেই। কেউ যদি তাদের দোষারোপ করেন তবে, সেটা ঠিক হবে না। সরকারের উচিৎ এই বিষয়ে সমাধান খুঁজে বের করা। আমরা দিল্লিতে সেটাই করে দেখিয়েছি। কিন্তু অন্য রাজ্য গুলি এই ধরনের পদক্ষেপ গ্রহণে কোনও আগ্রহ দেখায়নি। পঞ্জাবে আমরা যদি সরকারে আসি তবে দিল্লির মতই সব ক্ষেতে আমর বিনামূল্য ডি কম্পোজাক ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।” তিনি আরও জানিয়েছেন, বার্ষিক ২০ মিলিয়ন ধান উৎপাদন করে পঞ্জাব, আম আদমি পার্টি সরকারে এলে রাজ্যে কোথাও আর ফসল পোড়ানো হবে না।

দিল্লি সরকার দিল্লির ৮৪৪ জন কৃষকের ৮ হাজার ৩০০ একরেরও বেশি জমিতে বিনামূল্যে পুসা বায়ো-ডিকম্পোজার স্প্রে করার ব্যবস্থা করেছে। এই অণুজীব দ্রবণ খড়কে সারে পরিণত করতে পারে। গত বছর, ৩১০ জন কৃষকের১ হাজার ৯৩৫ একর জমিতে এটি ব্যবহার করেছিল সরকার। জানা গিয়েছে দিল্লির মত উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানাতেও এই ডি কম্পোজার ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন ‘ওরা যখন মর্জি তখন আসে, ওদের জন্য দুঃখ হয় না’, বিরোধী শূন্য বিধানসভায় ক্ষোভ মমতার