একেই বলে চোরের উপরে বাটপারি! দুর্নীতির প্রমাণ লোপাট করতেও চুরি, মুখ্য সচিবের বিরুদ্ধে FIR
Delhi Chief Secretary: দুর্নীতি নিয়ে মুখ খুললে এনজিও-র আধিকারিকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকী, তাদের দিয়ে কাগজে সই করিয়ে নেওয়ারও চেষ্টা হয়। এনজিও-র ড্রয়ার থেকে একজন ৬৩ হাজার টাকা চুরি করে বলেও অভিযোগ।
নয়া দিল্লি: শুধু দুর্নীতি নয়, এবার দুর্নীতির প্রমাণও চুরির অভিযোগ। দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার ও তার অধীনস্থ রাজাশেখরের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ লোপাট করতে চুরির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের আলমোরার একটি আদালতের নির্দেশেই এই এফআইআর দায়ের হয়েছে।
কী হয়েছিল?
প্লেসেন্ট ভ্য়ালি ফাউন্ডেশন নামক একটি অলাভজনক সংস্থা (এনজিও) দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার ও তাঁর দফতরের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন। এনজিও-র তরফে জানানো হয়, দাদাকাডা গ্রামে তাদের একটি স্কুল রয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ওই স্কুলে চারজন চড়াও হন এবং এনজিও-র জয়েন্ট সেক্রেটারির ঘরে ঢুকে ভাঙচুর চালায়। তাঁর ঘর থেকে বিভিন্ন ফাইল, রেকর্ড, নথি ও পেন ড্রাইভ চুরি করা হয়, যার মধ্য়ে দিল্লির যুগ্ম সচিব ও তাঁর দফতরের কর্মীদের দুর্নীতির প্রমাণ ছিল।
দুর্নীতি নিয়ে মুখ খুললে এনজিও-র আধিকারিকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকী, তাদের দিয়ে কাগজে সই করিয়ে নেওয়ারও চেষ্টা হয়। এনজিও-র ড্রয়ার থেকে একজন ৬৩ হাজার টাকা চুরি করে বলেও অভিযোগ।
পরে এনজিও সরাসরি আদালতের দ্বারস্থ হলে, গত ২ মার্চ আদালত সেই অভিযোগ গ্রহণ করে এবং রাজস্ব পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়। আলমোরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা শাসকের নির্দেশেই দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯২ (চুরি), ৪৪৭ (অপরাধমূলক অনুপ্রবেশ), ১২০বি (অপরাধমূলক চক্রান্ত), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান ও শান্তি নষ্টের চেষ্টা) এবং ৫০৬ (অপরাধের উদ্দেশ্য়) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জনজাতি, উপজাতি আইনেও মামলা দায়ের করা হয়েছে।