Delhi Hospital Fire: বছরের প্রথম দিনেই রাজধানীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২

Delhi Hospital Fire: আগুনে পুড়ে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও ছয়জন।

Delhi Hospital Fire: বছরের প্রথম দিনেই রাজধানীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২
এই হাসপাতালেই আগুন লাগে।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 9:25 AM

নয়া দিল্লি: ২০২৩ সালের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। আগুন লাগল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে (Hospital Fire)। আগুনে পুড়ে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও ছয়জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ দিল্লির গ্রেটার কৈলাশ টু এলাকার একটি হাসপাতালে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা ১৫ নাগাদ দিল্লির গ্রেটার কৈলাশ টু এলাকার ই ব্লকে সিনিয়র সিটিজেন কেয়ার হোমে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ভিতরে ৬ জন ছিল, তাদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে।  বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর দিল্লির সংগম বিহার এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়ির প্রথম ও দ্বিতীয় তল থেকে ১৪জনকে উদ্ধার করা হয়।