Tejas aircraft crash: এই প্রথম ভেঙে পড়ল হ্যালের তৈরি তেজস যুদ্ধবিমান! কী অবস্থা পাইলটের?
Tejas aircraft crash: তেজস যুদ্ধবিমান, একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি জেটবিমান। এই প্রথম দুর্ঘটনার মুখে পড়ল এই ভারতীয় যুদ্ধবিমান। জয়সলমিরের অতিরিক্ত পুলিশ সুপার, মহেন্দ্র সিং জানিয়েছেন, কাল্লা আবাসিক কলোনির কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটি একটি একতলা ইটের বাড়ির উপর ভেঙে পড়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে, ওই বাড়িটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে।
নয়া দিল্লি: মঙ্গলবার (১২ মার্চ), রাজস্থানের জয়সলমেরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি তেজস হালকা যুদ্ধ বিমান (Tajas LCA)। প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ভেঙে পড়ে। তেজস যুদ্ধবিমান, একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি জেটবিমান। এই প্রথম দুর্ঘটনার মুখে পড়ল এই ভারতীয় যুদ্ধবিমান। তবে, প্রশিক্ষণরত আইএএফ পাইলট বিমানটি ভেঙে পড়ার আগেই নিরাপদে বিমানটি থেকে বের হয়ে গিয়েছিলে। আইএএফ-এর কর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আইএএফ বলেছে, কেন এই দুর্ঘটনা ঘটল, তার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জয়সলমিরের অতিরিক্ত পুলিশ সুপার, মহেন্দ্র সিং জানিয়েছেন, কাল্লা আবাসিক কলোনির কাছে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, কোনও প্রাণহানি ঘটেনি, সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি। তবে, বিমানটি একটি একতলা ইটের বাড়ির উপর ভেঙে পড়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে, ওই বাড়িটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। আরেকটি ভিডিয়োতে দেখআ গিয়েছে, গ্রামের এক মাঠে মাটিতে শুয়ে আছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটির পাইলট। তাঁর সেবা শুশ্রুষা করছেন স্থানীয় মানুষ।
जैसलमेर में भारतीय वायुसेना का विमान तेजस दुर्घटनाग्रस्त ,पायलट सुरक्षित है कोई मानवीय नुक़सान नहीं हुआ । तेजस स्वदेशी विमान है । जैसलमेर में भारत शक्ति अभ्यास भी चल रहा है ।#Jaisalmer #Tejas #Aircraft #Rajasthan #Tejes #Aircraft #BharatShakti #जैसलमेर #एयरक्राफ्ट_क्रैश… pic.twitter.com/pDkzRSAdtZ
— Harish Patel ( मोदी का परिवार ) (@Harishbjppali) March 12, 2024
রাষ্ট্রায়ত্ব সংস্থা, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল তৈরি করেছে এই তেজস যুদ্ধবিমান। আকাশপথে যুদ্ধ হোক কিংবা জাহাজ-বিরোধী অভিযান, বিভিন্ন ভূমিকায় ব্যবহার করা যায় এই যুদ্ধবিমানকে। বস্তুত, তেজস বিমানগুলিই ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার মূল শক্তি হতে চলেছে। ইতিমধ্যে প্রাথমিক ভেরিয়েন্টের প্রায় ৪০টি তেজস বিমান বায়ুসেনার অংশ হয়েছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে, বায়ুসেনার জন্য ৮৩টি তেজস জেট বিমান কেনার জন্য, হ্যালের সঙ্গে ৪৮,০০০ কোটি টাকার চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ২০২৩-এর নভেম্বরে, আরও ৯৭টি তেজস জেট কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রক।
#BreakingNews A #Tejas aircraft of the #IndianAirForce met with an accident at #Jaisalmer, today during an operational training sortie.
The pilot ejected safely. A Court of Inquiry has been constituted to find out the cause of the accident😞#Haryana pic.twitter.com/ykQiLK1aLz
— Ramsa Chaudhary (@Ramkishor_jaat_) March 12, 2024
পোখরানের মরুভূমি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। পোখরানে বর্তমানে চলছে ভারতীয় সশস্ত্র বাহিনর যুদ্ধের মহড়া, ‘ভারত শক্তি’। উপস্থিত আছেন, দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্তারা। মঙ্গলবারই এই মহড়ার সাক্ষী হতে, পোখরানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক সূত্রে জানা গিয়েছে, এই মহড়ায় অংশ নেবে তেজস যুদ্ধ বিমানও। তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল।