কুনজর ছিল আগে থেকেই, কলেজ থেকে তুলে নিয়ে গেলেন প্রথম বর্ষের পড়ুয়াকে, গাড়িতেই ভয়ঙ্কর কাজ শিক্ষকের!

Kidnapping: ১৬ অগস্ট তাঁকে পিজিআইএমএস থেকেই অপহরণ করে শিক্ষক। তাঁকে অপহরণ করে অম্বালা ও চণ্ডীগঢ়ে নিয়ে যায়। সেখানেই তাঁর শ্লীলতাহানি করে শিক্ষক। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা যৌন হেনস্থার প্রমাণ মেলেনি।  

কুনজর ছিল আগে থেকেই, কলেজ থেকে তুলে নিয়ে গেলেন প্রথম বর্ষের পড়ুয়াকে, গাড়িতেই ভয়ঙ্কর কাজ শিক্ষকের!
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Aug 19, 2024 | 12:00 PM

চণ্ডীগঢ়: একের পর এক ঘটনা। বারংবার প্রশ্নের মুখে পড়ছে নারী সুরক্ষা। এবার ডেন্টাল কলেজ থেকে এক পড়ুয়াকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠল। তাও আবার এক রেসিডেন্ট ডাক্তারের বিরুদ্ধেই উঠেছে অপহরণের অভিযোগ। পুলিশে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের এক ডেন্টাল পড়ুয়া শিক্ষকের বিরুদ্ধেই অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ করেন। রোহতকের ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বীরেন্দ্র সিং বলেন, প্রথম বর্ষের এক ছাত্রী অভিযোগ এনেছেন যে তাঁকে অপহরণ ও হেনস্থা করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে।

পড়ুয়ার অভিযোগ, গত ১৬ অগস্ট তাঁকে পিজিআইএমএস থেকেই অপহরণ করে শিক্ষক। তাঁকে অপহরণ করে অম্বালা ও চণ্ডীগঢ়ে নিয়ে যায়। সেখানেই তাঁর শ্লীলতাহানি করে শিক্ষক। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা যৌন হেনস্থার প্রমাণ মেলেনি।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে যেখানে ওই ছাত্রীকে কাঁদতে ও শরীরে আঘাতের চিহ্ন দেখাতে দেখা গিয়েছে।  ভিডিয়োয় যুবতীকে বলতে শোনা যায়, বিগত সাত মাস ধরে তাঁকে হেনস্থা করা হচ্ছে। ওই শিক্ষক হুমকিও দিয়েছে যে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তাঁর অ্যাটেনডেন্স কমিয়ে দেবে, পরীক্ষায় বসতে দেবে না। সেই কারণে চুপ করে ছিলেন ছাত্রী। কিন্তু শুক্রবার ওই শিক্ষক জোর করে তাঁকে তুলে নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)