G20 Summit: স্বমহিমায় ৭ মাস! জি২০ সম্মেলনের একাধিক বৈঠক হয়েছে জুনে
অর্থনীতি, বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি, পরিবেশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বৈঠক হয়েছে। সেই সব বৈঠকে যোগ দিয়েছেন জি২০ অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। জম্মু ও কাশ্মীরেও আয়োজিত হয়েছিল পর্যটন বিষয়ক বৈঠক।
নয়াদিল্লি: ২০২২ সালের ডিসেম্বর ভারতে শুরু হয়েছিল জি২০ সম্মেলন। সেই সম্মেলনের ৭ মাস পেরিয়েছে। এই সময় কালে দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে জি২০ সম্মেলনের বিভিন্ন বৈঠক। অর্থনীতি, বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি, পরিবেশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বৈঠক হয়েছে। সেই সব বৈঠকে যোগ দিয়েছেন জি২০ অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। জম্মু ও কাশ্মীরেও আয়োজিত হয়েছিল পর্যটন বিষয়ক বৈঠক। জি২০ সম্মেলন ঘিরে গোটা বিশ্বের সামনে দেশের ঐতিহ্য তুলে ধরেছে ভারত।
এ বছরের শুরু থেকেই একাধিক বৈঠক হয়েছে। জুন মাসেও দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বৈঠক হয়েছে। ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত জেনেভায় হয়েছে এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক। ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত জি২০ আসর বসেছিল হায়দরাবাদে। সেখানে হেল্থ ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক গোয়াতে হয়েছে ৫ থেকে ৭ জুন। ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক নয়াদিল্লিতে হয়েছে ৬ থেকে ৯ জুন।
With less than 3⃣ months to go for the Summit, #G20India’s Presidency concludes its 7⃣th successful month!
From fruitful deliberations on trade, economy & climate change to exhibiting ??’s rich culture & tradition, here’s a sneak peek of the highlights from the month of June. pic.twitter.com/10rZPCkPKl
— G20 India (@g20org) July 1, 2023
এছাড়াও ১১ থেকে ১৩ জুন বারাণসীতে হয়েছে ডেভেলপমেন্ট মিনিস্টার্স বৈঠক। ১৫ থেকে ১৭ জুন হায়দরাবাদে হয়েছে জি২০ গোষ্ঠী ভুক্ত দেশগুলির কৃষিমন্ত্রীদের বৈঠক। এ ছাড়াও কোচি ও পুণেতে জি২০ সম্মেলনের আসর বসেছিল জুন মাসে। ১৯ জুন থেকে ২২ জুন অবধি গোয়াতে ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠকের পাশাপাশি পর্যটনমন্ত্রীদের বৈঠকও হয়েছে। সেই সঙ্গে পুণেতে এডুকেশন ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠকের পাশাপাশি শিক্ষামন্ত্রীদের বৈঠক হয়েছে।