Bizarre: বিয়ের মণ্ডপে শাশুড়ির কীর্তিতে অবাক বর! ভাঙল বিয়ে

জানা গিয়েছে, সারায়াত্রিন এলাকার যুবকের সঙ্গে রাজপুরা এলাকার এক যুবতীর বিয়ের ঠিক হয়েছিল। পরিবারের লোকেরা এই বিয়ে ঠিক করেন। ২৭ জুন বিয়ের মণ্ডপে পৌঁছে চমকে যান বর। শাশুড়ির কীর্তি দেখে অবাক হয়ে যান তিনি। সিগারেট খেতে খেতে নাচে মত্ত শাশুড়িকে দেখে বিয়েই ভেঙে দেন ওই যুবক।

Bizarre: বিয়ের মণ্ডপে শাশুড়ির কীর্তিতে অবাক বর! ভাঙল বিয়ে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 7:30 AM

লখনউ: বিয়ে করতে গিয়েছেন বর। বিয়ে উপলক্ষে চলছে গান-বাজনা। ডিজে-র আয়োজনও করা হয়েছিল। কনে পক্ষের লোকেরা উদ্দাম নৃত্যে মেতেছেন। বরপক্ষও সময়ে পৌঁছে গিয়েছেন বিয়ের মণ্ডপে। সেখানে গিয়ে কিছুটা চমকে গেলেন বর। তিনি দেখলেন ডিজের তালে ভিড়ের মধ্যেই নাচছেন তাঁর হবু শাশুড়ি। শুধু নাচ নয়, রীতিমতো ঠোঁটে সিগারেট গুঁজে নাচছেন শাশুড়ি। তাঁকে উৎসাহিত করছেন বেশ কয়েক জন ব্যক্তি। ওই মহিলা সিগারেট টানতে টানতেই নাচছেন। এই দৃশ্য দেখে মোটেই খুশি হতে পারেননি বর। তিনি ওই বাড়িতে বিয়ে না করার সিদ্ধান্ত নেন। বিয়ের উপাচারও থামিয়ে দেন। সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের সম্ভল জেলায়। এই ঘটনায় অবাক হয়েছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, সারায়াত্রিন এলাকার যুবকের সঙ্গে রাজপুরা এলাকার এক যুবতীর বিয়ের ঠিক হয়েছিল। পরিবারের লোকেরা এই বিয়ে ঠিক করেন। ২৭ জুন বিয়ের মণ্ডপে পৌঁছে চমকে যান বর। শাশুড়ির কীর্তি দেখে অবাক হয়ে যান তিনি। সিগারেট খেতে খেতে নাচে মত্ত শাশুড়িকে দেখে বিয়েই ভেঙে দেন ওই যুবক। ডিজের ছন্দ তখন হয়েছে বেসুরো। বিয়ে বাড়িতে থমথমে পরিবেশ। বরকে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিও হয় বিস্তর। বিয়ে না করেই পালিয়ে যান বর।

সম্প্রতি এ রকমই এক অবাক করা ঘটনা ঘটে গ্রেটার নয়ডা এলাকার একটি গ্রামে। সেখানে এক যুবতীর বিয়ের দিনই পেটে ব্যথা শুরু হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায়, কনে ৭ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পরের দিনই এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এবং সেই বিয়ে ভেঙে যায়।