New Parliament Building: ১, সফদরজং রোড কমপ্লেক্স কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হোক: গিরিরাজ সিং

New Parliament Building: নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। সম্প্রতি সেই ভবনে লোকসভার অধিবেশনও বসেছিল। গত শুক্রবার সেই অধিবেশন শেষ হয়। আজ শনিবার সেই ভবনের সমালোচনা করে একটি টুইট করেছেন জয়রাম রমেশ।

New Parliament Building: ১, সফদরজং রোড কমপ্লেক্স কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হোক: গিরিরাজ সিং
টুইটে তোপ গিরিরাজেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 1:18 PM

নয়া দিল্লি: নতুন সংসদ ভবন নিয়ে অসন্তোষ প্রকাশ করছে কংগ্রেস। এই ভবনই গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট বলে দাবি করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। কংগ্রেসের সেই আক্রমণের জবাব দিতে গিয়ে এবার ১ নম্বর সফদরজং রোড কমপ্লেক্স নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে যেহেতু সব প্রধানমন্ত্রীর কাজই জায়গা পেয়েছে তাই ১ নম্বর সফদরজং রোড কমপ্লেক্স অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনও কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া উচিত। উল্লেখ্য ওই ঠিকানাতেই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল।

নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। সম্প্রতি সেই ভবনে লোকসভার অধিবেশনও বসেছিল। গত শুক্রবার সেই অধিবেশন শেষ হয়। আজ শনিবার সেই ভবনের সমালোচনা করে একটি টুইট করেছেন জয়রাম রমেশ। তাঁর দাবি, নতুন ভবন গণতান্ত্রিক সরকার চালানোর পক্ষে অনুকূল নয়। ওই ভবনকে ‘মোদী মাল্টিপ্লেক্স’ বা ‘মোদী ম্যারিয়ট’ বলে উল্লেখ করেছেন তিনি।

সংসদ ভবনের হলঘরই হোক বা লবি, কোনও জায়গাই কথোপকথন বা আলোচনার অনুকূল নয় বলে মনে করছেন কংগ্রেস নেতা। অপেক্ষাকৃত বড় জায়গায় একজনের সঙ্গে অপরের দূরত্ব বাড়ছে বলেও দাবি তাঁর। এক হাউস থেকে আর এক হাউসে যাওয়া, লবিতে দাঁড়িয়ে কথা বলার সুযোগ কম বলে মন্তব্য করেছেন সাংসদ।

শুধু তাই নয়, বর্ষীয়ান সাংসদ পুরনো ভবনের সঙ্গে তুলনা টেনে বলেছেন, আগের ভবনে পথ হারালে খুঁজে পেতে কোনও অসুবিধা হত না। গোলাকার হওয়ায় খুঁজে পাওয়া যেত সহজেই। আর এখানে একবার পথ হারালে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। এই ভবন দমবন্ধকর বলেও উল্লেখ করেছেন তিনি। নতুন ভবন যে তাঁর ও তাঁর দলের পছন্দ হয়নি, সে কথা বুঝিয়ে দিয়েছেন জয়রাম রমেশ। সব শেষে বলেছেন, ‘২০২৪-এ সরকার পরিবর্তনের পর নতুন ভবনকে অন্যভাবে ব্যবহার করা হবে।’

জয়রাম রমেশকে জবাব দিতে গিয়ে বিজেপি সাংসদ গিরিরাজ সিং লিখেছেন, “সবার আগে ১ নম্বর সফদরজং রোড কমপ্লেক্স কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া উচিত। কারণ প্রধানমন্ত্রী সংগ্রহশালায় সব প্রধানমন্ত্রীকেই জায়গা দেওয়া হয়েছে।” উল্লেখ্য, ইন্দিরা গান্ধীর বাসভবন বর্তমানে একটি ট্রাস্টের অধীনে চলে। আগে সরকার সেই ট্রাস্টকে সাহায্য করত। তবে বর্তমানে সরকার কোনও সাহায্য করে না।