অনুমোদনের ১০ দিনের মধ্যেই টিকাকরণ শুরু করতে প্রস্তুত দেশ!
ভারত সরকার জানাল, অনুমোদনের ১০ দিনের মধ্যেই টিকাকরণ শুরু করতে প্রস্তুত দেশ।
নয়া দিল্লি: দেশে অনুমোদন পেয়েছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। এবার ভারত সরকার জানাল, অনুমোদনের ১০ দিনের মধ্যেই টিকাকরণ শুরু করতে প্রস্তুত দেশ। ‘ড্রাই রানের’ তথ্যের ভিত্তিতেই একথা জানিয়েছে সরকার। ডিসিজিআই অনুমোদনের পর বারবার প্রশ্ন উঠছিল, কবে শুরু হবে টিকাকরণ! সে বিষয়ই স্পষ্ট করল সরকার।
ভারতে আপদকালীন অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের করোনা প্রতিষেধক (COVID Vaccine) কোভ্যাকসিন ও সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ড। তবে দুটি ক্ষেত্রে আপদকালীন অনুমোদনই শর্তসাপেক্ষে। সেখানে ‘ক্লিনিক্যাল মোডে’ ছাড়পত্র পেয়েছে কোভ্যাকসিন। যার অর্থ, কোভ্যাকসিনের টিকা যাঁরা নেবেন তাঁদের ট্রায়ালের অংশ হিসাবেই ধরা হবে।
ভারতে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই করোনা টিকাকরণের ‘ড্রাই রান’ চালিয়েছে কেন্দ্র। সেখানে রেজিস্ট্রেশনের ভিত্তিতেই সব দিক খতিয়ে দেখে টিকাকরণের বিষয়ে সিদ্ধান্তে এসেছে কন্দ্রীয় সরকার।
কেন্দ্র আগেই জানিয়েছে, ভারতে প্রথম পর্বে করোনা টিকা পাবেন ৩০ কোটি নাগরিক। সেখানে আগে প্রাধান্য দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা ও গুরুতর আক্রান্ত বয়স্কদের।
আরও পড়ুন: জিজ্ঞাসা: করোনার ভ্যাকসিন কীভাবে পাবেন? জেনে নিন, রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া
প্রসঙ্গত, ভারতে ভ্যাকসিনের অনুমোদনের সুখবর এলেও চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন রূপ। ইতিমধ্যেই দেশে ব্রিটেনের ‘সুপার স্প্রেডারে’ আক্রান্ত হয়েছেন ৫৮ জন।
আরও পড়ুন: জিজ্ঞাসা: ট্রায়াল আগেই অনুমোদন কোভ্যাকসিনকে! জেনে নিন সব ভ্যাকসিনের সর্বশেষ পরিস্থিতি