PM Mudra Yojana: মাত্র ৫ সেকেন্ডেই বদলে যাচ্ছে ভবিষ্যৎ, কেন্দ্রের এই প্রকল্পে উপকৃত কোটি কোটি মানুষ

PM Mudra Yojana: প্রত্যেক পাঁচ সেকেন্ডে সরকারের তরফে পিএম মুদ্রা যোজনার অধীনে পাঁচ লক্ষ টাকার ঋণ দেওয়া হচ্ছে। বিগত আট বছরে ঋণ বাবদ মোট ২৩ লক্ষ কোটি টাকা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে।

PM Mudra Yojana: মাত্র ৫ সেকেন্ডেই বদলে যাচ্ছে ভবিষ্যৎ, কেন্দ্রের এই প্রকল্পে উপকৃত কোটি কোটি মানুষ
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 11:02 AM

নয়া দিল্লি: ৫ সেকেন্ড। চোখের পলক ফেলতে না ফেলতেই কেটে যায় এই সময়। কিন্তু কথায় আছে, জীবনের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। সেই কারণে এই সামান্য ৫ সেকেন্ডেও বদলে যেতে পারে আপনার পৃথিবী। ভাবছেন কীভাবে? সেই তথ্য়ই সামনে তুলে ধরল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) আট বছর পূর্তিতে সরকারের তরফে প্রকাশ করা হল এক দারুণ ভিডিয়ো, যেখানে প্রতি সেকেন্ডের হিসাবে দেশে কী কাজ হচ্ছে, তা তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় বলা হয়েছে, প্রত্যেক পাঁচ সেকেন্ডে সরকারের তরফে পিএম মুদ্রা যোজনার অধীনে পাঁচ লক্ষ টাকার ঋণ দেওয়া হচ্ছে। বিগত আট বছরে ঋণ বাবদ মোট ২৩ লক্ষ কোটি টাকা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে।

কেন্দ্রের টুইটে আরও জানানো হয়েছে, এই ঋণ প্রাপকদের মধ্যে ৭০ শতাংশই মহিলা। পিএম মুদ্রা যোজনায় ঋণ পাওয়ার ফলে দেশে প্রায় ৪১ কোটি উদ্যোগপতি তৈরি হয়েছে। এদের মধ্যে আবার ৮ কোটি ঋণ গ্রহীতা প্রথমবার উদ্যোগপতি হয়েছেন অর্থাৎ সরকারি ঋণের সাহায্যে পেয়ে ব্যবসায় পা রেখেছেন।

প্রসঙ্গত, জীবনে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবসা বা অন্য কোনও উদ্য়োগ শুরু করেন, তাদের আর্থিক সাহায্যের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে পিএম মুদ্রা যোজনা প্রকল্প আনা হয়েছে। ব্যবসা শুরুর জন্য গ্রাহকদের যাতে ব্যাঙ্কের দরজায় দরজায় ঘুরতে না হয় এবং গ্যারান্টার না থাকায় ঋণ পেতে সমস্য়া হয়, তাদেরই ঋণ দেবে সরকার। এই যোজনায় কোন্দ্রীয় সরকার সর্বাধিক ১০ লক্ষ টাকা অবধি ঋণ দিতে পারে। ৩ থেকে ৫ বছরের মেয়াদে এই ঋণ পরিশোধ করতে হয়। ঋণের জন্য সরকারকে সুদও দিতে হয়। তবে এই ঋণ ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হল এক্ষেত্রে কোনও গ্যারান্টার লাগবে না।