মর্মান্তিক! করোনায় মৃত বাবার চিতায় ঝাঁপ মেয়ের

শেষকৃত্যের জন্য শ্মশানে গিয়েছিলেন তাঁর মেয়ে। সেখানেই এই ঘটনা ঘটেছে।

মর্মান্তিক! করোনায় মৃত বাবার চিতায় ঝাঁপ মেয়ের
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: May 05, 2021 | 9:41 PM

রাজস্থান: করোনা (COVID) শুধু প্রাণে মারছে না, গভীর প্রভাব সৃষ্টি করছে প্রত্যেকের মনে। স্বজন হারানোর ব্যথা গ্রাস করছে সকলকে। এর মধ্যেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজস্থান। সেখানে করোনা আক্রান্ত বাবার চিতায় ঝাঁপ দিলেন ৩৪ বছরের মেয়ে। তাঁর শরীরের অধিকাংশই অগ্নিদগ্ধ হয়েছে।

৭৩ বছরের দামোদরদাস শরদা রাজস্থানের বার্মার জেলার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তার সৎকার চলাকালীনই চিতায় ঝাঁপ দেয় সর্বকনিষ্ঠ কন্যা চন্দ্রা শরদা। এমনটাই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে পুলিশ। আগুনে ঝাঁপ দেওয়ার পর তাঁকে তৎক্ষণাৎ টেনে বের করেন কয়েকজন। কিন্তু দেহের প্রায় ৭০ শতাংশই অগ্নিদগ্ধ হয়ে যায়। তাঁকে সঙ্গে সঙ্গে যোধপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কোটওয়ালি থানার স্টেশন হাউস অফিসার প্রেম প্রকাশ জানিয়েছেন, দামোদর দাসের মোট ৩ মেয়ে। তাঁর স্ত্রী-বিয়োগ হয়েছে। শেষকৃত্যের জন্য শ্মশানে গিয়েছিলেন তাঁর মেয়ে। সেখানেই এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, দেশে বিপুল গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৭৮০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৭৩১জন। কেবল গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯।

আরও পড়ুন: ‘ভোল পাল্টাচ্ছে ভাইরাস, তৃতীয় ঢেউ আসছেই’, চরম সতর্কতা বিজ্ঞানীদের