Morbi Bridge Collapse: এমন ব্যথা খুব কম অনুভব করেছি: মোদী

Gujarat Cable Bridge Collapse: গতকাল গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান থেকেও মোরবির এই ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

Morbi Bridge Collapse: এমন ব্যথা খুব কম অনুভব করেছি: মোদী
মোরবির ঘটনায় শোকপ্রকাশ মোদীর
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 1:38 PM

গান্ধীনগর: গুজরাটে তিন দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর এই সফরকালেই গতকাল গুজরাটের মোরবিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু হয়েছে শতাধিকের। এই ঘটনায় রবিবারই সমবেদনা জানিয়েছিলেন মোদী। মুখ্যমন্ত্রীকে ফোন করে সেখানকার গোটা পরিস্থিতির খোঁজ নেন এবং উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

এই আবহেই আজ সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের (Ballavbhai Patel) জন্মদিন উপলক্ষে একতা নগরে কেবড়িয়ায় স্ট্যাচু অব ইউনিটিতে (Statue of Unity) শ্রদ্ধা জানাতে যান মোদী। সেখানে বক্তৃতার দেওয়ার সময়ও তিনি বারবার মোরবি প্রসঙ্গ তুলে ধরেন। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় মোদী বলেছেন, ‘উদ্ধারকাজে সরকারের তরফে কোনও খামতি রাখা হবে না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ‘আমি এখন একতা নগরে আছি। কিন্তু আমার মন পড়ে রয়েছে মোরবিতে ক্ষতিগ্রস্তদের কাছে। আমি খুব কমই এরকম ব্যথা অনুভব করেছি আমার জীবনে। একদিকে বেদনায় ভরা মন এবং অন্যদিকে কর্তব্যের পথ।’ তিনি এদিন বলেছেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে সরকার সবরকমভাবে শোকাহত পরিবারের পাশে রয়েছে। গতকাল থেকে গুজরাট সরকার উদ্ধারাভিযান চালাচ্ছে। কেন্দ্রও রাজ্য সরকারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে।’

এদিন মোদী আরও বলেছেন, গতকালই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গতরাত থেকেই তল্লাশি অভিযান ও উদ্ধারকাজের জন্য তদারকি করছেন। তিনি বলেছেন, ‘রাজ্য সরকার এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। আমি দেশের নাগরিকদের নিশ্চিত করছি উদ্ধারকাজ ও ত্রাণকার্যে কোনও ত্রুটি রাখা হবে না।’ তিনি আরও জানিয়েছেন, হাসপাতালেও চিকিৎসাধীন আহতদের জন্য সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জনগণ যাতে ন্যূনতম সমস্যার সম্মুখীন না হন সেই বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে মোরবির এই ঘটনার পর মোদী তাঁর একাধিক কর্মসূচি বাতিল করেছেন।

এদিকে এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই ঘটনাকে মানবসৃষ্ট ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এটা কি স্পষ্ট অপরাধমূলক ষড়যন্ত্র নয়? বিজেপি সরকার কোনও “ফিটনেস সার্টিফিকেট” ছাড়া কীভাবে জনসাধারণের জন্য এই ব্রিজ খুলে দিতে পারে?’