Lawyer killed: জামিন পেয়েও বড় প্রমাণ পুলিশকে দিল সুপারি কিলার, আইনজীবী খুনের ‘খেলা’ ঘুরে গেল
Lawyer killed: পুলিশ জানিয়েছে, অঞ্জলি যে বাড়িতে থাকতেন, সেটা তাঁর প্রাক্তন স্বামী নীতিনের নামে ছিল। অঞ্জলির শ্বশুরবাড়ির লোকেরা ওই বাড়িটি যশপাল ও সুরেশ ভাটিয়া নামে ২ জনকে বিক্রি করে দেন। কিন্তু, অঞ্জলি বাড়ি ছাড়তে রাজি ছিলেন না। তা নিয়ে বিবাদ চলছিল।
মীরাট: খুনের সুপারি পেয়েছিল। টার্গেটকে খুন করলে ২০ লক্ষ টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু, খুনের পর টাকা পাওয়া যায়নি। এই অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হল এক সুপারি কিলার। ফলে এক বছরের পুরনো এক খুনের ঘটনায় নিয়ে ফের শোরগোল পড়ল। ঘটনাটি উত্তর প্রদেশের মীরাটের।
পুলিশ জানিয়েছে, শুক্রবার নীরজ শর্মা নামে ওই সুপারি কিলার পুলিশের দ্বারস্থ হয়। সে জানায়, আইনজীবী অঞ্জলি গর্গকে খুনের জন্য ২০ লক্ষ টাকা তাকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, সেই টাকা সে পায়নি।
২০২৩ সালের ৭ জুন বাড়ি ফেরার পথে আইনজীবী অঞ্জলিকে গুলি করে খুন করে ২ দুষ্কৃতী। ওই আইনজীবীর বাড়ি ছিল মীরাটের উমেশ বিহার কলোনিতে। অঞ্জলি বিবাহ বিচ্ছিন্না ছিলেন। পুলিশ প্রথমে তাঁর প্রাক্তন স্বামী নীতিন গুপ্তা ও শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতার করে। কারণ, সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। পরে সবাই ছাড়া পান।
পুলিশ জানিয়েছে, অঞ্জলি যে বাড়িতে থাকতেন, সেটা নীতিনের নামে ছিল। অঞ্জলির শ্বশুরবাড়ির লোকেরা ওই বাড়িটি যশপাল ও সুরেশ ভাটিয়া নামে ২ জনকে বিক্রি করে দেন। কিন্তু, অঞ্জলি বাড়ি ছাড়তে রাজি ছিলেন না। তা নিয়ে বিবাদ চলছিল।
খুনের কয়েকদিন পর জানা যায়, যাঁরা বাড়িটি কিনেছেন, তাঁরাই সুপারি কিলারকে ভাড়া করেছিলেন। অঞ্জলিকে খুন করতে নীরজ শর্মা-সহ তিনজনকে সুপারি দেন তাঁরা। যশপাল, ভাটিয়া, নীরজ-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
এখন জামিনে ছাড়া পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে নীরজ। তার দাবি, এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে অঞ্জলির প্রাক্তন শ্বশুরবাড়ির লোকেরাও। পুলিশকে সে জানিয়েছে, অঞ্জলির প্রাক্তন শ্বশুরবাড়ির লোকেরা তাকে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অগ্রিম ১ লক্ষ টাকা দিয়েছিল।
কিন্তু, ধরা পড়ে যাওয়ায় নীরজ আর ১৯ লক্ষ টাকা পায়নি। কিন্তু, জামিনে ছাড়া পাওয়ার পর সে অঞ্জলির প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে। কিন্তু, তারা ১৯ লক্ষ টাকা দিতে অস্বীকার করে বলে দাবি নীরজের। অঞ্জলির প্রাক্তন শ্বশুরবাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সে। প্রমাণ হিসেবে পুলিশকে সে একাধিক কল রেকর্ডস দিয়েছে।