Hooch Tragedy: ৪৮ ঘণ্টাও কাটল না, ফের বিহারে বিষমদে মৃত্যু মিছিল

ছাপড়া বিষমদ কাণ্ডের তদন্তে সিট গঠনের দাবি তুলে সুপ্রিম কোর্টে আবেদনও জমা পড়েছে। ছাপড়ার বিষমদকাণ্ডের রেশ কাটতে না কাটতে সিওয়ানে বিষমদ খেয়ে মৃত্যুর অভিযোগে নতুন করে তোলপাড় হয়ে উঠেছে বিহারের রাজ্য-রাজনীতি।

Hooch Tragedy: ৪৮ ঘণ্টাও কাটল না, ফের বিহারে বিষমদে মৃত্যু মিছিল
বিষ মদ কাণ্ডে তোলপাড় বিহার। প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 2:03 PM

সিওয়ান: ছাপড়ার পর এবার সিওয়ানে ফের বিষ মদ খেয়ে মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার দুপুর পর্যন্ত বিহারের সিওয়ান জেলার ভগবানপুর থানা এলাকায় বিষমদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবারই বিহারের ছাপড়া জেলায় বিষ মদ খেয়ে ৫০ জনের মৃত্যুর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। যা নিয়ে ইতিমধ্যে বিহারের রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। সম্প্রতি বিরোধীরা, বিশেষত বিজেপি বিষমদকাণ্ডে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে একহাত নিয়েছেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলে ইতিমধ্যে রাজ্যপাল পাঘু চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি প্রতিনিধিরা। এর মধ্যেই ‘যে মদ খাবে, সে মরবে’ বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই বিষমদ বন্ধ করতে নীতীশ সরকার কতটা তৎপর, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ছাপড়া বিষমদ কাণ্ডের তদন্তে ‘সিট’ গঠনের দাবি তুলে সুপ্রিম কোর্টে আবেদনও জমা পড়েছে। ছাপড়ার বিষমদকাণ্ডের রেশ কাটতে না কাটতে সিওয়ানে বিষমদ খেয়ে মৃত্যুর অভিযোগে নতুন করে তোলপাড় হয়ে উঠেছে বিহারের রাজ্য-রাজনীতি। মদ তৈরি ও বিক্রি করতে দেখলেই অবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

প্রসঙ্গত, ২০১৬ সালে মহাজোট সরকারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার রাজ্যের দায়িত্বভার নেওয়ার পরই রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেন। মদ তৈরি এবং মদ বিক্রির অপরাধে জরিমানা এবং জেল পর্যন্ত হয়েছে অনেকের। ফলে বিহারে আপাতদৃষ্টিতে মদ্যপান নিষিদ্ধ। কিন্তু, সরকারের চোখে ধুলো দিয়ে এখনও পর্যন্ত যে বিহারে মদের রমরমা চলছে তা বিষমদ খেয়ে পরপর মৃত্যুর ঘটনাতেই স্পষ্ট।