ফুলশয্যায় বিশেষ মুহূর্ত তো দূর, ছুঁয়েও দেখেনি স্বামী! কাঁদতে কাঁদতে থানায় ছুটলেন যুবতী

Bizarre: কিছুতেই স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান না স্বামী। কী কারণ, তাও বলতেন না কিছুতেই। স্ত্রীর সন্দেহ ছিল, স্বামীর হয়তো যৌন সমস্যা রয়েছে। কিন্তু বিয়ের দেড় বছর পর যা জানতে পারলেন, তাতে মাথায় বাজ ভেঙে পড়ল।

ফুলশয্যায় বিশেষ মুহূর্ত তো দূর, ছুঁয়েও দেখেনি স্বামী! কাঁদতে কাঁদতে থানায় ছুটলেন যুবতী
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 4:44 PM

লখনউ: বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল। বিয়ের পর প্রথম রাতটা বিশেষভাবে কাটানোর ইচ্ছা ছিল যুবতীর। তবে ফুলশয্যায় ধারেকাছেই ঘেঁষল না স্বামী। স্ত্রী ভেবেছিলেন, বিয়ের ধকলের জন্য হয়তো ক্লান্ত স্বামী। আর কথা বাড়াননি তিনি। কিন্তু এরপরে যা ঘটল তাঁর সঙ্গে, নিরুপায় হয়ে থানায় ছুটতে হল যুবতীকে।

পরিবারের দেখাশোনাতেই বিয়ে হয়েছিল বছর কুড়ির যুবতীর। কথাবার্তার সময় স্বামীও বলেছিলেন যে তাঁকে খুব পছন্দ। বিয়ের আগে নিয়মিত ফোনে কথা, দেখা হত। কিন্তু তাল কাটল বিয়ের প্রথম রাতেই। ফুলশয্যায় বেডরুমেই ঢুকতে চাইছিলেন না স্বামী। অনেক রাতে ঘরে এলেও, স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাননি তিনি। স্বামী ক্লান্ত ভেবে প্রথমে উড়িয়ে দিয়েছিলেন বিষয়টি। কিন্তু দিনের পর দিন একই ঘটনা।

কিছুতেই স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান না স্বামী। কী কারণ, তাও বলতেন না কিছুতেই। স্ত্রীর সন্দেহ ছিল, স্বামীর হয়তো যৌন সমস্যা রয়েছে। কিন্তু বিয়ের দেড় বছর পর যা জানতে পারলেন, তাতে মাথায় বাজ ভেঙে পড়ল। জানতে পারলেন, কোনও শারীরিক সমস্যা নয়, স্বামীর অন্য একটি সম্পর্ক রয়েছে। বিয়ের আগে থেকেই এই সম্পর্ক।

বিষয়টি জানতে পেরেই প্রতিবাদে ফেটে পড়েন যুবতী। কিন্তু সমস্যার সমাধানের বদলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই যুবতীকেই মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হন যুবতী। পুলিশের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলেন, “আমি প্রতারিত হয়েছি। আমার সুবিচার চাই”।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদশের ভাদেহিতে। যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।