Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotiraditya Scindia: ‘রাহুল গান্ধীর বিশেষ ট্রিটমেন্ট দরকার’, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

Rahul Gandhi: কংগ্রেসের প্রসঙ্গে তিনি বলেছেন, “এই দল দেশের পিছিয়ে পড়া জনগণকে অপমান করেছে। দেশের সেনাবাহিনীর বীরত্বের প্রমাণ চেয়েছে। চিন আমাদের সেনা জওয়ানদের মেরেছে বলে প্রচার করেছে।”

Jyotiraditya Scindia: 'রাহুল গান্ধীর বিশেষ ট্রিটমেন্ট দরকার', কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার
সিন্ধিয়া ও গান্ধী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 6:11 PM

নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাহুলের পাশাপাশি নিজের প্রাক্তন দল কংগ্রেসকেও এক হাত নিয়েছেন তিনি। কংগ্রেস নীতিহীন হয়ে পড়েছে বলেও আক্রমণ করেছেন বিজেপির এই সাংসদ। তাঁর মতে, কংগ্রেস ও রাহুল গান্ধীর একটাই নীতি অবশিষ্ট রয়েছে। তা হলে বিশ্বাসঘাতকের নীতি। যার মাধ্যমে দেশ বিরোধী অবস্থান নেয় কংগ্রেস। কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি রাহুল গান্ধীর জন্য ‘বিশেষ ট্রিটেমন্ট’ দরকার বলে মনে করেন সিন্ধিয়া। পাশাপাশি মোদী পদবি মামলায় সুরাট আদালতের সাজা ঘোষণার পর বিচার ব্যবস্থার উপর চাপ কংগ্রেস চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সিন্ধিয়ার মতে, প্রাসঙ্গিক থাকতে রাহুল গান্ধী প্রাণপন চেষ্টা চালাচ্ছন।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস ও রাহুলকে তুলোধনা করেছেন সিন্ধিয়া। কংগ্রেসের প্রসঙ্গে তিনি বলেছেন, “এই দল দেশের পিছিয়ে পড়া জনগণকে অপমান করেছে। দেশের সেনাবাহিনীর বীরত্বের প্রমাণ চেয়েছে। চিন আমাদের সেনা জওয়ানদের মেরেছে বলে প্রচার করেছে।” এই সব কথা বলার জন্য রাহুলকে দুষেছেন তিনি। এর পরই কংগ্রেসের নীতিহীনতার অভিযোগ করেছেন সিন্ধিয়া। তিনি বলেছেন, “কংগ্রেসের আর কোনও নীতি নেই। একটি মাত্র নীতি কংগ্রেসের বেঁচে রয়েছে। তা হল বিশ্বাসঘাতকের নীতি। যা দেশের বিরোধী।” পাশাপাশি রাহুল গান্ধীর ব্যক্তিগত আইনি লড়াইকে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই হিসাবে কংগ্রেস দেখাতে চাইছে বলেও অভিযোগ সিন্ধিয়ার।

কংগ্রেস ও রাহুল গান্ধীকে সিন্ধিয়ার এই তীব্র আক্রমণের পিছনে রাজনৈতিক অঙ্ক খুঁজছেন বিশেষজ্ঞরা। কারণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দীর্ঘ দিন ধরে কংগ্রেসে ছিলেন। মধ্য প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন তিনি। উচ্চ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের পর ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এর পর মধ্য প্রদেশে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পড়ে যায়। সেই সিন্ধিয়া এ বার সুর চড়ালেন নিজেক প্রাক্তন দলের বিরুদ্ধে।