মন্ত্রীর মাস্ক পরা দেখে করোনাও হয়ে যাবে কনফিউজড!

মন্ত্রীর মুখে মাস্ক না থাকলেও তা আছে পায়ে। পায়ের বুড়ো আঙুলে ঝুলছে সার্জিক্যাল মাস্ক।

মন্ত্রীর মাস্ক পরা দেখে করোনাও হয়ে যাবে কনফিউজড!
ছবি - টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 7:26 PM

নয়া দিল্লি: রাস্তাঘাটে একটু মাস্কটা নামালেই প্রশ্ন, করোনা ছড়াচ্ছেন কেন? বাস থেকে মেট্রো, সব জায়গায় মাস্ক মাস্ট। একসঙ্গে অনেকে থাকলে তো মাস্ক নামানোই যাবে না। বারবার মাস্ক পরতে অনুরোধ করছেন চিকিৎসকরা। কিন্তু এই আবহেই উত্তরাখণ্ডের মন্ত্রীর মাস্কহীন মুখ ভাইরাল। তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সবচেয়ে যে বিষয়টা চর্চিত তা হল, মন্ত্রীর মুখে মাস্ক না থাকলেও তা আছে পায়ে। পায়ের বুড়ো আঙুলে ঝুলছে সার্জিক্যাল মাস্ক।

বাকি ৪ জনের সঙ্গে বসে কোনও বৈঠক করছিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী স্বামী জাতিস্মরানন্দ। সেই সময়েরই ছবি ভাইরাল হয়েছে। স্বামী জাতিস্মরানন্দ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের প্রতিমন্ত্রী। তবে ছবিতে একা জাতিস্মরানন্দর মুখে মাস্ক নেই, এমনটা নয়। মাস্ক ছাড়া দেখা গিয়েছে, আরও ২ মন্ত্রী বিশন সিং চুফাল ও সুবোধ উনিয়ালকে।

ছবি ভাইরাল হতেই কংগ্রেস নেতারা একযোগে আক্রমণ করেছেন বিজেপিকে। কংগ্রেস মুখপাত্র গরিমা দাসাউনি টুইট করে লিখেছেন, “এটাই শাসক দলের অবস্থা। আর তারা মাস্ক না পরার জন্য সাধারণ মানুষের কাছ থেকে জরিমানা নেন।” আরেক কংগ্রেস নেতা পঙ্কজ পুনিয়া টুইট করে লিখেছেন, “এটাই মাস্ক পরার সঠিক পদ্ধতি।” আম আদমি পার্টির মুখপাত্র অমরজিৎ সিং কটাক্ষ করে লিখেছেন, “মন্ত্রীদের কাছ থেকে শিখুন মাস্ক কোথায় রাখতে হয়।” আরও পড়ুন: জেএনইউতে ভর্তি বিভ্রাট, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ এসএফআই