INDIA: সাংসদ সাসপেনশন অব্যাহত, শুক্র থেকেই আন্দোলনে নামছে ‘ইন্ডিয়া’ জোট
India Alliance movement: বেনজির সংখ্যায় সাংসদ সাসপেন্ডের প্রতিবাদে শুক্রবার থেকেই আন্দোলনে নামছে ইন্ডিয়া জোট। দেশজুড়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি চলবে। অর্থাৎ যে রাজ্যে ইন্ডিয়া জোটের যে শরিক দল রয়েছে, সেই দল প্রতিটি শহরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চালাবে।
নয়া দিল্লি: চলতি অধিবেশনে দফায়-দফায় সাংসদ সাসপেন্ড হচ্ছেন। গত কয়েকদিনে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। যা নজিরবিহীন বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সাসপেন্ডেড সাংসদদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, ডিএমকে-সহ বিভিন্ন বিরোধী দলের একাধিক সদস্য রয়েছেন। এবার এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আগামিকাল, শুক্রবারই দিল্লির যন্তর মন্তরে ধরনা-অবস্থানে বসবেন বিরোধী সাংসদরা।
কেন্দ্রের সাংসদদের সাসপেন্ড করার ঘটনায় প্রতিবাদ-আন্দোলনে বসার ব্যাপারে সোমবার, ইন্ডিয়া জোটের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেকই আগামিকাল, শুক্রবার দিল্লির যন্তর মন্তরে ধরনা-অবস্থানে বসবেন বিরোধী সাংসদরা। যার মধ্যে সাসপেন্ডেড সাংসদ থেকে এখনও পর্যন্ত যাঁরা সাসপেন্ড হননি, তাঁরাও থাকবেন। দুপুর ১২টা নাগাদ ধরনা-অবস্থানে বসবেন তাঁরা। এছাড়া দেশজুড়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি চলবে। অর্থাৎ যে রাজ্যে ইন্ডিয়া জোটের যে শরিক দল রয়েছে, সেই দল প্রতিটি শহরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চালাবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব-সহ সিপিআইএমের সীতারাম ইয়েচুরির মতো সমস্ত অবিজেপি দলের নেতারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে ২০২৪-এর নির্বাচনের রণকৌশলের পাশাপাশি সাংসদদের সাসপেনশনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিও স্থির করা হয়।