PM Narendra Modi: আইফোন রফতানিতে বড় সাফল্য ভারতের, টুইট প্রধানমন্ত্রী মোদীর

Electronics Export of India: বৈদ্যুতিন পণ্য রফতানিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। তাও মাত্র গত তিন মাসে। বর্তমানে কেবল ইঞ্জিনিয়ারিং পণ্য এবং পেট্রোলিয়াম পণ্যের রফতানি ইলেকট্রনিক্স পণ্যের থেকে বেশি রয়েছে। আর ইলেকট্রনিক্স পণ্যের পরে রফতানি ক্ষেত্রে রয়েছে রত্ন, গয়না এবং ওষুধপত্র। এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব 'যুব শক্তি'-কেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: আইফোন রফতানিতে বড় সাফল্য ভারতের, টুইট প্রধানমন্ত্রী মোদীর
আইফোন রফতানিতে বিপুল অগ্রগতি ভারতের।
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 8:28 PM

নয়া দিল্লি: বৈদ্যুতিন পণ্য রফতানিতে ভারত প্রথম সারিতে উঠে আসবে বলে গত বছরই দাবি জানিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এক বছরের মধ্যেই সেই দাবি অনেকাংশে পূরণ হল। বৈদ্যুতিন পণ্য রফতানিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। তাও মাত্র গত তিন মাসে এই উত্তোরণ হয়েছে। সোমবার টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ‘যুব শক্তি’-কেই দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন টুইট-পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “ইলেকট্রনিক্স ক্ষেত্রে ভারতের দক্ষতা পরিচালিত হয়েছে আমাদের উদ্ভাবনী ‘যুবশক্তি’-র দ্বারা।” এই উন্নয়ন ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি প্রমাণ বলেও উল্লেখ করেছেন তিনি।

মূলত, দেশীয় উৎপাদন বাড়াতে এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা করার লক্ষ্যে কেন্দ্রের অন্যতম উদ্যোগ হল, ‘মেক ইন ইন্ডিয়া’। আর এই উদ্যোগের উপর ভর করেই বর্তমানে বৈদ্যুতিন জিনিসপত্র রফতানিতে ভারত গত তিন মাসে এক ধাপ উপরে উঠে এসেছে।

আইফোন-সহ মোবাইল ফোন রফতানিতে ভারত বিশ্বের মধ্যে একটি বিশেষ স্থান দখল করছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সর্বভারতীয় এক ইংরেজি দৈনিক সংবাদপত্রে। সেই প্রতিবেদন তুলে ধরে টুইট করেছেন কেন্দ্রীয় রেল ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইট-পোস্টে তিনি লিখেছেন, “ভারতের ইলেকট্রনিক্স রফতানি এখন শীর্ষ তৃতীয় স্থানে রয়েছে! মেকিং ইন ইন্ডিয়া, শিপিং ওয়ার্ল্ডওয়াইড।” অশ্বিনী বৈষ্ণবের এই টুইট-পোস্ট তুলে ধরেই ‘যুব শক্তি’-কে কৃতিত্ব জানিয়ে পাল্টা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইংরেজি সংবাদপত্রের তথ্য অনুযায়ী, মূলত অ্যাপল আইফোন রফতানি বৃদ্ধির প্রেক্ষিতেই ইলেকট্রনিক্স রফতানিতে এই অগ্রগতি ভারতের। এক বছর আগের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ইলেকট্রনিক্স পণ্য রফতানিতে ভারত চতুর্থ স্থানে ছিল। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে রফতানির হার বেড়েছে।

পরিসংখ্যান অনুসারে, ২০২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মোবাইল ফোন রফতানি হয়েছে ৩.৭২ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। কেবল আইফোন রফতানি হয়েছে ৯০০ মিলিয়ন ডলার। অর্থাৎ মোবাইল ফোন রফনাতি ৮২ শতাংশ বেড়েছে।

বর্তমানে কেবল ইঞ্জিনিয়ারিং পণ্য এবং পেট্রোলিয়াম পণ্যের রফতানি ইলেকট্রনিক্স পণ্যের থেকে বেশি রয়েছে। আর ইলেকট্রনিক্স পণ্যের পরে রফতানি ক্ষেত্রে রয়েছে রত্ন, গয়না এবং ওষুধপত্র।