‘সাসটেনেবল ডেভেলপমেন্ট’, দু’ধাপ পিছিয়ে ১১৭ নম্বরে ভারত

খাদ্য সুরক্ষা, লিঙ্গ বৈষম্যের মতো ক্ষেত্রে পিছিয়ে পড়েছে ভারত।

'সাসটেনেবল ডেভেলপমেন্ট', দু'ধাপ পিছিয়ে ১১৭ নম্বরে ভারত
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 07, 2021 | 6:30 PM

নয়া দিল্লি: সাসটেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গত বছরের তুলনায় ২ ধাপ পিছিয়ে গেল ভারত। রাষ্ট্রসঙ্ঘের বিচারে নতুন রিপোর্টে দেখা যাচ্ছে, গত বছর যেখানে ভারতের স্থান ছিল ১১৫ নম্বরে, সেখানে এ বছর সেই র‍্যাঙ্ক পিছিয়ে হয়েছে ১১৭। খাদ্য সুরক্ষা, ক্ষুধা নিবারণের মতো বিষয়ের জন্যই ভারত পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশেজ্ঞরা।

‘সাস্টেনেবল ডেভলপমেন্ট গোল ২০৩০’-এর এই তালিকায় রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্য দেশকে নিয়ে বিচার করা হয়। তালিকায় ভারত শুধু দু’ধাপ পিছিয়ে গিয়েছে তাই নয়, ও দক্ষিণ এশিয়ার চার দেশ ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নীচে নেমে গিয়েছে ভারত। ভারতের মোট এসডিজি স্কোর ১০০-র মধ্যে ৬১.৯। মোট ১৭টি ক্ষেত্রের ওপর ভিত্তি করে এই স্থান নির্দিষ্ট করা হয়।

আরও পড়ুন: করোনায় আইভারমেক্টিন প্রয়োগ বন্ধ করতে চায় স্বাস্থ্যমন্ত্রক, কী বলছে আইসিএমআর?

ভারতের এই তালিকায় শীর্ষে আছে কেরলা, হিমাচল প্রদেশ এবং চন্ডীগড়। মূলত এই তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর ভিত্তি করেই ভারতের এসডিজি স্কোর বেড়েছে। অন্যদিকে বিহার, ঝাড়খন্ড এই তালিকায় ভারতের মধ্যে সবার নীচে স্থান পেয়েছে। সমীক্ষা অনুসারে ২০৩০ সালের লক্ষ্যে পৌঁছতে ঝাড়খন্ড পিছিয়ে আছে পাঁচ ক্ষেত্রে, যেখানে বিহার পিছিয়ে আছে সাতটিতে।