Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IAF Engineer Shot Dead: এভাবেও মৃ্ত্যুু আসে! অঘোরে ঘুমাচ্ছিলেন সেনাকর্মী, জানালা দিয়ে ঢুকল একটা নল, তারপরই…

IAF Engineer Shot Dead: সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, পুরমুফতি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনোজ সিং জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় জানলা দিয়ে এক অজ্ঞাত আততায়ী সিভিল ইঞ্জিনিয়ারের উপর গুলি চালায়।

IAF Engineer Shot Dead: এভাবেও মৃ্ত্যুু আসে! অঘোরে ঘুমাচ্ছিলেন সেনাকর্মী, জানালা দিয়ে ঢুকল একটা নল, তারপরই...
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 1:01 PM

সেনানিবাসের সরকারি বাসভবনে গুলি করে খুন ভারতীয় বিমান বাহিনীর এক সিভিল ইঞ্জিনিয়ারকে। শনিবার সকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজের সেনানিবাস এলাকায় নিজের সরকারি বাসভবনে ঘুমন্ত অবস্থায় একজন ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) সিভিল ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, পুরমুফতি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনোজ সিং জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় জানলা দিয়ে এক অজ্ঞাত আততায়ী সিভিল ইঞ্জিনিয়ারের উপর গুলি চালায়। নিহত ব্যক্তির নাম এসএন মিশ্র, বয়স ৫১ বছর। তাঁর বুকে গুলি লাগে। তৎক্ষণাৎ সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এসএইচও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ইঞ্জিনিয়ারের স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা নিয়ে ছিল ভরা সংসার। পুলিশ জানিয়েছে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাঁচির দিপাটোলি সেনানিবাসে নিযুক্ত ৪৯ বছর বয়সী এক লেফটেন্যান্ট কর্নেলকে খেলগাঁও হাউজিং কমপ্লেক্সের পার্কিং এলাকায় মৃত অবস্থায় পাওয়া গেছে। দিবাকর সিং নামে পরিচিত ওই অফিসার বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা। ২০১৯ সাল থেকে রাঁচিতে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, দিবাকর সিং এবং তাঁর পরিবার গত এক বছর ধরে হাউজিং কমপ্লেক্সে বসবাস করছিলেন। পরিবারের সদস্যদের দাবি সাম্প্রতিক সময়ে তিনি কাজের চাপে ছিলেন। রাঁচিতে আসার আগে তিনি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কর্মরত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।