Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana Yatra: ভারতীয় রেলের ‘রামায়ণ যাত্রা’, টিকিট পেতে দেরি করবেন না

IRCTC: রাম জন্মস্থান ও রামায়ণের সঙ্গে জড়িত ঐতিহাসিক জায়গা গুলি ঘুরিয়ে দেখানোর জন্য রামায়ণ যাত্রা শুরু করছে ভারতীয় রেল।

Ramayana Yatra: ভারতীয় রেলের 'রামায়ণ যাত্রা', টিকিট পেতে দেরি করবেন না
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 8:29 AM

নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেয় ভারতীয় রেল। দৈনন্দিক পরিষেবার পাশাপাশি পর্যটকদের জন্যও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় রেলের তরফে। বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে ভ্রমণের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে আইআরসিটিসি। ওই সব ভ্রমণ স্পেশ্যাল ট্রেন বিভিন্ন তীর্থ স্থানে ঘুরিয়ে দেখায়। সেই সঙ্গে পর্যটকদের খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থা সবই করে আইআরসিটিসি। প্যাকেজের মাধ্যমে এই পরিষেবা দেয় রেল। সেই পরিষেবা পাওয়ার জন্য আগে থেকে বুকিংও করা যায়।  ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই যাত্রা।

রামায়ণ যাত্রার অধীনে ১৮ দিনের ভ্রমণের প্যাকেজ এনেছে আইআরসিটিসি। বাতানুকুল ট্রেনে করে হবে এই ভ্রমণ। দিল্লি থেকে যাত্রা শুরু হয়ে অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী ঘুরবে ওই ট্রেন। সেই সঙ্গে আরও কয়েকটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থানও ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল। রাম জন্মস্থান ও রামায়ণের সঙ্গে জড়িত ঐতিহাসিক জায়গা গুলি ঘুরিয়ে দেখানোর জন্য রামায়ণ যাত্রা শুরু করছে ভারতীয় রেল। মোট ১২০টি আসন রয়েছে এই যাত্রার জন্য। ৭ এপ্রিল থেকে শুরু হবে যাত্রা। মোট ১৮ দিনের যাত্রা। বিভিন্ন রকমের কোচে যাওয়ার জন্য বিভিন্ন টাকা খরচ করতে হবে যাত্রীদের। তবে এক লক্ষ টাকার নীচে কোনও প্যাকেজই নেই।

কোন কোন জায়গা ঘোরা যাবে রামায়ণ যাত্রায়?

অযোধ্যা- রাম জন্মভূমি, হনুমান ঘড়ী, সরযূ ঘাট

নন্দীগ্রাম- হনুমান মন্দির, ভারত কুণ্ড

জনকপুর- রাম জানকি মন্দির

সীতামারি- জানকি মন্দির, পুনারুয়া ধাম

বক্সার- রাম রেখা ঘাট, রামেশ্বর নাথ মন্দির

বারাণসী- তুলসি মানস মন্দির, সঙ্কট মোচন মন্দির, বিশ্বনাথ মন্দির, গঙ্গা আরতি

প্রয়াগরাজ- ভরদ্বাজ আশ্রম, গঙ্গা-যমুনা সঙ্গম, হনুমান মন্দির

চিত্রকূট- গুপ্ত গোদাবরী, রাম ঘাট, সতী অনুসূয়া মন্দির

নাসিক- ত্রয়োম্বকেশ্বর মন্দির, পঞ্চবটী, সতীগুহা, কালারাম মন্দির।

এর পাশাপাশি হাম্পি, রামেশ্বরম ও নাগপুরের বিভিন্ন মন্দিরও ঘুরিয়ে দেখানো হবে এই যাত্রায়।