India Covid Update: ১৩০ দিনে রেকর্ড ভাঙল করোনা সংক্রমণ! বাংলার আক্রান্তের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ
COVID 19: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গোটা দেশে এখনও অবধি ১৯৭ কোটি ৬১ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছে।
নয়া দিল্লি: দু’বছরেরও বেশি সময় ধরে করোনার (Corona Infected) কারণে নতুন করে বাঁচতে শিখেছে মনুষ্যজাতি। সামাজিক ও শারীরিক দূরত্ববিধি, মাস্ক, স্যানিটাইজার হয়ে উঠেছিল আমাদের রোজকার জীবনের অঙ্গ। মঙ্গলবারের তুলনায় বুধবারের করোনা সংক্রমণ খানিকটা বেড়েছিল। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, এদিনের করোনা সংক্রমণ ১৩০ দিনের রেকর্ড ভেঙেছে। এদিন নতুন করে ১৮ হাজার ৮১৯ জন করোনা সংক্রমিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে সব মিলিয়ে গোটা দেশে এখনও অবধি মোট ৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। গোটা দেশে সব মিলিয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। ১২২ দিন পর দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষ অতিক্রম করল বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research) জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ৫২ হাজার নমুন পরীক্ষা করা হয়েছে। করোনার আবির্ভাবের পর থেকে এখনও অবধি দেশে ৮৬ কোটি ২৩ লক্ষ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গ হিসেবে বিগত ২৪ ঘণ্টায় গোটা দেশে ১৪ লক্ষ ১৭ হাজার ২১৭ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গোটা দেশে এখনও অবধি ১৯৭ কোটি ৬১ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছে।
রাজ্যের করোনা সংক্রমণ
স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছিল বুধবার রাজ্যে ৯৫৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। বৃহস্পতিবার সংক্রমণের সংখ্যা লাফিয়ে বেড়েছে। জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪২৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে ২ জন করোনায় মারা গিয়েছে। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৯৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।