Social Media Platform: জঙ্গি নিয়োগের জন্য ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়া চ্যাট রুম: গোয়েন্দা অধিকর্তা

Terror recruitment: ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর আরও জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করতে এবং সন্ত্রাসবাদীরা তাদের নিজস্ব স্বার্থের জন্য বিদেশী শক্তির সাহায্যে নিজেদের এজেন্ডা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।

Social Media Platform: জঙ্গি নিয়োগের জন্য ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়া চ্যাট রুম: গোয়েন্দা অধিকর্তা
প্রতীকী ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 8:49 PM

দেরাদুন: জঙ্গিদেরও এখন সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর অন্যতম মাধ্যম হল সোশ্যাল মিডিয়ার (Social Media) প্ল্যাটফর্ম। কেবল সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো নয়, জঙ্গি নিয়োগের ক্ষেত্রেও ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়া চ্যাট রুম। এমনই জানিয়েছেন ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) এক স্পেশাল ডিরেক্টর। উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত ৪৯ তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস (AIPSC)-এ একথা জানান তিনি।

শনিবার থেকে দু-দিন ব্যাপী AIPSC শুরু হয় দেরাদুনে। অমৃতকাল উদযাপন থিম করেই উত্তরাখণ্ড পুলিশের তরফে দেরাদুনের ফরেস্ট রিসার্ট ইনস্টিটিউটে AIPSC-র আয়োজন করা হয়। সেখানে আইন-শৃঙ্খলা ও পুলিশের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে আলোচনা করার সময়ই একথা জানান IB আধিকারিক। তিনি বলেন, সমাজ-বিরোধী গোষ্ঠীগুলি বিচ্ছিন্নতা প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়া চ্যাট রুমগুলি সন্ত্রাসবাদীদের নিয়োগের জন্য ব্যবহার করা হচ্ছে।”

ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর আরও জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করতে এবং সন্ত্রাসবাদীরা তাদের নিজস্ব স্বার্থের জন্য বিদেশী শক্তির সাহায্যে নিজেদের এজেন্ডা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।