Anubrata Mondal: কেষ্টর মোকাবিলায় সনিয়া, কে এই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অফিসার
Anubrata Mondal: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দলের নেতৃত্বে রয়েছেন দুঁদে আইপিএস, ইডির স্পেশ্যাল ডিরেক্টর সনিয়া নারাং।
কলকাতা: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরায় এবার আটঘাট বেঁধে নামল ইডি (ED)। মঙ্গলবার মধ্যরাত্রি পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। অনুব্রতকে তিনদিনের ইডি হেফাজত দিয়েছেন বিচারক। আর এবার তাঁকে জেরার জন্য বিশেষ দল গড়লেন গোয়েন্দারা। ছ’জনকে নিয়ে এই বিশেষ দল তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দলের নেতৃত্বে রয়েছেন দুঁদে আইপিএস, ইডির স্পেশ্যাল ডিরেক্টর সনিয়া নারাং।
কে এই সনিয়া নারাং?
ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রর নেতৃত্বে যে চার ডিরেক্টর রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সনিয়া নারাং। অত্যন্ত ডাকাবুকো হিসাবে পরিচিত এই আইপিএস। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট তিনি। ইতিমধ্যেই চোখা প্রশ্ন সাজিয়েছেন কেষ্ট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এর আগে অনুব্রত ঘনিষ্ঠ সুকন্যা মণ্ডল, রাজীব ভট্টাচার্য, মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আইপিএস অফিসার পঙ্কজ সিং। তবে এবার দুঁদে এই আইপিএসই জিজ্ঞাসাবাদ করবেন অনুব্রতকে বলে ইডি সূত্রে খবর। আইপিএস-এর অতীতের অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে, অভিযুক্তকে চোখা প্রশ্নবাণ করেন তিনি। তার সঠিক উত্তর না পেলে কড়া পদক্ষেপ করতেও পিছু পা হন না।
ছয় সদস্যের দলে থাকছেন কোন কোন আইপিএস?
ইডি সূত্রে খবর, ইডি তরফে যে দল গঠন করা হয়েছে সেই দলে থাকবেন স্পেশ্যাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশ্যাল ডিরেক্টর রাহুল নবীন, দলে থাকছেন সনিয়া নারাং, থাকছেন স্পেশ্যাল ডিরেক্টর মনিকা শর্মা, এছাড়াও থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মার মতো তাবড় অফিসাররা।
প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর গতকাল দিল্লি পৌঁছন অনুব্রত মণ্ডল। আসানসোল জেল থেকে তাঁকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা নিয়ে আসা হয়। এরপর জোকা ইএসআই হাসপাতালে তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হলে দিল্লিতে নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা।