IRCTC destination alert: রেলের আশ্চর্য পরিষেবা, গভীর ঘুমেও মিস হবে না স্টেশন; শুধু করতে হবে এই কাজ
IRCTC destination alert: ট্রেনে উঠলেই ঘুম পায়? এর জন্য মিস হয় স্টেশন? এখন আর এই নিয়ে চিন্তা করতে হবে না। শুধু এই কাজ করলেই কখনও মিস হবে না স্টেশন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে...
নয়া দিল্লি: আপনি কি ট্রেনেই অধিকাংশ সময় ভ্রমণ করেন? তাহলে এই খবরটি আপনারই জন্য। ট্রেনে ভ্রমণের প্রায়শই যাত্রীরা ঘুমিয়ে পড়েন এবং অনেক সময়ই এর জন্য তাদের গন্তব্যের স্টেশন মিস করে থাকেন। কিন্তু এখন আর তা হবে না। আসলে, ভারতীয় রেল সবসময়ই তাদের যাত্রী পরিষেবা উন্নত করার চেষ্টা করে চলেছে। সম্প্রতি, ভারতীয় রেলওয়ে ‘ওয়েক আপ অ্যালার্মে’র সুবিধা চালু করেছে। যাতে যাত্রীরা তাদের স্টেশন মিস না করে। এই পরিষেবার সাহায্যে, গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রীরা অ্যালার্ম হিসাবে একটি কল পাবেন। এই সতর্কতার ফলে তাদের কখনই স্টেশন মিস হবে না। আসুন জেনে নেওয়া যাক এই পরিষেবাটি কীভাবে ব্যবহার করবেন…
সহজ হবে ভ্রমণ
ভারতীয় রেলের এই পরিষেবার নাম ‘ডেস্টিনেশন অ্যালার্ট’। বিশেষ করে, রাতের ট্রেনে যারা যাতায়াত করেন, সেই সকল যাত্রীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। যদিও যে কোনও যাত্রীই এই পরিষেবা ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছনোর আগে একটি সতর্কবার্তা পেতে পারে। এই পরিষেবা সেট করার পর, আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর ২০ মিনিট আগে এসএমএস এবং ফোনকল করে আপনাকে সতর্ক করে দেওয়া হবে। যার ফলে আপনি সতর্ক হয়ে যাবেন। প্রধাণত দীর্ঘ পথ যাত্রার জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে।
কত টাকা দিতে হবে?
রেলের এই পরিষেবাটি ব্যবহার করতে, আপনাকে মাত্র ১.২০ টাকা দিতে হবে। নন-মেট্রো শহরগুলিতে অবশ্য আপনাকে এর জন্য ২ টাকা দিতে হবে। একই সঙ্গে মেসেজের জন্য ৩ টাকা চার্জ করা হবে। তবে এই পরিষেবা পাওয়া যাবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত।
কীভাবে এই পরিষেবা সেট করতে হবে?
– প্রথমে আপনাকে IRCTC হেল্পলাইন নম্বর ১৩৯-এ কল করতে হবে।
– কল রিসিভ করার পরে, আপনাকে ভাষা নির্বাচন করতে হবে।
– তারপর ওয়েকআপ ডেস্টিনেশন অ্যালার্টের জন্য প্রথমে ৭ এবং তারপর ২ টিপতে হবে।
– এরপর আপনার ১০ সংখ্যার PNR নম্বর লিখুন এবং ১ টিপে নম্বরটি নিশ্চিত করুন।
– এরপর আপনাকে গন্তব্য সেট করতে হবে।
– আপনার গন্তব্যের স্টেশন পৌঁছনোর ২০ মিনিট আগে আপনাকে এসএমএস এবং ফোনকলের মাধ্যমে সতর্ক করা হবে।
– মেসেজের মাধ্যমে সতর্কতা সেট করা যাবে। এর জন্য আপনাকে মেসেজ বক্সে ALERT লিখে ১৩৯ নম্বরে পাঠাতে হবে।