ISRO: পৃথিবীর প্রথম কক্ষপথ পেরিয়ে দ্বিতীয় কক্ষপথে সফল প্রবেশ ইসরোর সৌরযানের
Aditya L1: আদিত্য এল-১ -এর তৃতীয় পরীক্ষাটি হবে আগামী ১০ সেপ্টেম্বর। সেদিন ভোররাত আড়াইটে নাগাদ পৃথিবীর তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে এই সৌরযান। অর্থাৎ ধীরে-ধীরে পৃথিবীর একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে আদিত্য।
বেঙ্গালুরু: দ্বিতীয় পরীক্ষাতেও সফল ইসরো (ISRO)-র সৌরযান আদিত্য এল-১। সোমবার রাতে সফলভাবে পৃথিবীর প্রথম কক্ষপথ পেরিয়ে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে আদিত্য। আপাতত দ্বিতীয় কক্ষপথে ঘুরতে-ঘুরতেই সূর্যের উপর নজর রাখছে ইসরোর এই সৌরযান (Aditya L1)। তবে এটি এখানেই স্থির থাকবে না। আদিত্য-র পরবর্তী লক্ষ্য, পৃথিবীর তৃতীয় কক্ষপথ বলে জানিয়েছে ইসরো।
ইসরোর তরফে জানানো হয়েছে, আদিত্য এল-১ সফলভাবে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। বেঙ্গালুরু ও পোর্ট ব্লেয়ারে ইসরো-র গ্রাউন্ড স্টেশন থেকেই সৌরযানটি পরিচালিত করা হচ্ছে। বর্তমানে নতুন ২৪৫X২২৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে আদিত্য।
আদিত্য এল-১ -এর তৃতীয় পরীক্ষাটি হবে আগামী ১০ সেপ্টেম্বর। সেদিন ভোররাত আড়াইটে নাগাদ পৃথিবীর তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে এই সৌরযান। অর্থাৎ ধীরে-ধীরে পৃথিবীর চারপাশে ঘুরতে-ঘুরতে একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে আদিত্য।
Aditya-L1 Mission: The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO’s ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWg
— ISRO (@isro) September 4, 2023
প্রসঙ্গত, চন্দ্রযান-৩-র সাফল্যের পরই এবার লক্ষ্য সূর্য বলে ঘোষণা করেছিল ইসরো। সেই ঘোষণা মোতাবেক গত ২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় সৌরযান আদিত্য এল-১। এটিই ভারতের প্রথম সৌরযান। ১ হাজার ৪৮০ কেজি ওজনের এই সৌরযানটি পৃথিবীর তিন-চারটি কক্ষপথ ঘোরার পর পৃথিবীর আকর্ষণ-বিকর্ষণের বাইরে চলে যাবে। তারপর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং তথ্য পাঠাবে।