J&K Terrorist Attack: পরপর তিনদিনে তিন জঙ্গি হামলা, বারামুল্লায় বাড়িতে ঢুকে খুন পুলিশকর্মীকে

Jammu Kashmir: বারামুল্লার কারালপোরায় নিজের বাড়িতেই ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের কন্সটেবল গুলাম মহম্মদ দার। আচমকাই বাড়িতে হামলা করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।  

J&K Terrorist Attack: পরপর তিনদিনে তিন জঙ্গি হামলা, বারামুল্লায় বাড়িতে ঢুকে খুন পুলিশকর্মীকে
জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 6:53 AM

শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি হামলা (Terrorist Attack)। পরিযায়ী শ্রমিকদের পর জঙ্গিদের নতুন নিশানা পুলিশ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বারামুল্লায় এক পুলিশকর্মীর (J&K Police) বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে প্রাণ হারান ওই পুলিশকর্মী। এই নিয়ে বিগত তিনদিনে তৃতীয় জঙ্গি হামলা চলল উপত্যকায়।

জানা গিয়েছে, বারামুল্লার কারালপোরায় নিজের বাড়িতেই ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের কন্সটেবল গুলাম মহম্মদ দার। আচমকাই বাড়িতে হামলা করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, কন্সটেবল গুলাম মহম্মদ দার-কে শহিদ ঘোষণা করা হয়েছে। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, শুরু হয়েছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত, এর আগে সোমবারও উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক পরিযায়ী শ্রমিক। তার আগে রবিবার শ্রীনগরে আরও এক পুলিশকর্মীর উপরে হামলা চালায় জঙ্গিরা। মাসুর আহমেদ ওয়ানি নামক ওই পুলিশকর্মী এলাকায় ক্রিকেট খেলছিলেন, সেই সময় জঙ্গিরা হামলা করে। তিনটি গুলি লাগে ওই পুলিশকর্মীর। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পরপর তিনদিনে তিনবার জঙ্গি হামলার পরই উপত্যকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। পুলওয়ামা সহ জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পথচলতি মানুষদেরও তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেই। এছাড়া শ্রীনগরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল ভেহিকল চেকপয়েন্ট তৈরি করা হয়েছে।

পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করার পরই জঙ্গি হামলা শুরু হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। গত সপ্তাহেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্ণিয়া সেক্টরে গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনা। ওপ্রান্ত থেকে গুলিতে আহত হন এক বিএসএফ জওয়ানও।