India vs Pakistan Match : টি-২০ বিশ্বকাপের স্মৃতি ফিরবে না তো? পড়ুয়াদের সতর্কীকরণ কাশ্মীরি ছাত্র সংগঠনের

India vs Pakistan Match : গত বছরের টি-২০ ম্যাচের মতো পুনরাবৃত্তি যাতে না হয়। তাই ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরি পড়ুয়াদের সতর্ক করল কাশ্মীরি ছা্ত্র সংগঠন।

India vs Pakistan Match : টি-২০ বিশ্বকাপের স্মৃতি ফিরবে না তো? পড়ুয়াদের সতর্কীকরণ কাশ্মীরি ছাত্র সংগঠনের
ছবি সৌজন্যে : ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 2:23 PM

শ্রীনগর : দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে দেশবাসীদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রবিবারের ছুটির দিনে বাড়িতে বসে ভারত-পাক ম্যাচের মজা নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা। এই আবহে ম্যাচের আগেই জম্মু ও কাশ্মীর ছাত্র সংগঠনের (Jammu & Kashmir Student Association) তরফে দেশের বিভিন্ন প্রান্ত থাকা কাশ্মীরি পড়ুয়াদের উদ্দেশে পরামর্শ দেওয়া হল। দেশের বিভিন্ন প্রান্তের কোনও বিশ্ববিদ্যালয়ে পঠনরত কাশ্মীরি পড়ুয়াদের আজকের ম্যাচকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি এই ম্যাচ সংক্রান্ত সোশ্য়াল মিডিয়ায় কোনও পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীর ছাত্র সংগঠনের মুখপাত্র নাসিম খুয়েহামি এক বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরি পড়ুয়াদের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ার কোনওরকম পোস্ট করতে বারণ করেছেন। তিনি আজকের এই ম্যাচকে আর পাঁচটা ক্রিকেট মতো করে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে যাতে আগের মতোই কেউ বিপদে না পড়েন সেই কারণেই তিনি এই অনুরোধ রাখেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ম্যাচে পাকিস্তানের সমর্থনে সোশ্য়াল মিডিয়া পোস্ট দিয়ে গ্রেফতার হয়েছিলেন একাধিক। তাদের মধ্য়ে বেশিরাভাগই ছিলেন কাশ্মীরি। তাই পুনরায় সেই কথাই স্মরণ করিয়ে রাজ্যের বাইরে থাকা পড়ুয়াদের পরামর্শ দেন কাশ্মীর ছাত্র সংগঠনের মুখপাত্র। তিনি নিজেই গত বছর অক্টোবরে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের কথা তুলে ধরেন। সেই বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। তারপরই পাকিস্তানের সমর্থনে বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অনেকে। সেই ঘটনায় কাশ্মীরের মেডিক্যাল কলেজ ও আগ্রায় পঠনরত কিছু ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কাশ্মীরের ছাত্র সংগঠনের তরফে বলা হয়েছে, ‘সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠনরত কাশ্মীরি পড়ুয়াদের কাছে অনুরোধ, নিজের শিক্ষা ও কর্মজীবনকে অগ্রাধিকার দিন। এর জন্য তাঁরা নিজের রাজ্য জম্মু ও কাশ্মীর ছেড়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন। খেলাকে খেলা হিসেবেই নিন। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে অপ্রয়োজনীয় কোনও বিতর্কে জড়ানো থেকে দূরে থাকুন। কোনও অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক, আলোচনা ও সোশ্যাল মিডিয়া চ্যাটে জড়াবেন না।’

তিনি এদিন হিন্দুস্তান টাইমসকে আরও জানিয়েছেন, গত বছর আগ্রায় পঠনরত তিন কাশ্মীরি পড়ুয়ার মধ্যে কেবলমাত্র একজনই নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। একজন এখনও ইঞ্জিনিয়ারিং পড়ছে। বাকি দু’জন জামিন পাওয়ার পর নিজ রাজ্যে ফিরে এসেছেন। এবার তাই তিনি ভবিষ্যতের কথা ভেবে পড়ুয়াদের আজকের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংযত থাকার আবেদন জানালেন জম্মু ও কাশ্মীরের ছাত্র সংগঠনের মুখপাত্র খুয়েহামি।