JDU MLA: ‘আমার বাপ নাকি?’, বন্দুক হাতে হাসপাতালে বিধায়ক, প্রশ্ন করতেই ধরলেন রুদ্রমূর্তি
Controversy: জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। সেখানেই তাঁর পকেট থেকে বন্দুক বেরিয়ে যায়। এরপরে বিধায়ক হাতে বন্দুক নিয়েই ঘুরতে থাকেন। সেই ভিডিয়ো কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।
পটনা: হাসপাতালে ঘুরছেন বিধায়ক, হাতে উদ্যত পিস্তল (Pistol)। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই তেড়েফুঁড়ে উঠলেন। পাল্টা প্রশ্ন করলেন, “বাপ হো কি মানা কারোগে?”। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। সেখানে রুদ্রমূর্তিতে দেখা গেল জেডিইউ বিধায়ক (JDU MLA) গোপাল মণ্ডলকে।
শুক্রবার ঘটনাটি ঘটে বিহারের পটনায়। সাংবাদিকদের মুখোমুখি হতেই বন্দুক নিয়ে হাসপাতালে ঘোরা প্রসঙ্গে একের পর এক প্রশ্ন করতেই তিনি রেগে যান। সাংবাদিকদের গালিগালাজ করেন। বলেন, “বন্দুক নিয়ে ঘুরেছি তো কী হয়েছে? আমার বাবা নাকি যে বারণ করবেন?”
জানা গিয়েছে, সম্প্রতিই বিহারের ভাগলপুরে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। সেখানেই তাঁর পকেট থেকে বন্দুক বেরিয়ে যায়। এরপরে বিধায়ক হাতে বন্দুক নিয়েই ঘুরতে থাকেন। সেই ভিডিয়ো কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।
শুক্রবার বিধায়ককে এই ঘটনা নিয়ে প্রশ্ন করলে, তিনি প্রথমে শান্ত গলাতেই বলেন যে পাজামার পকেটে বন্দুক রাখা ছিল। সিড়ি দিয়ে ওঠার সময় তা স্লিপ করে পকেট থেকে পরে যায়। সেই কারণে তিনি বন্দুকটি হাতে নিয়ে ঘুরছিলেন। কিন্তু এক সাংবাদিক ফের প্রশ্ন করেন যে কেন বন্দুক নিয়ে হাসপাতালে এসেছিলেন। এরপরই মেজাজ হারান বিধায়ক। বলেন, “আপনারা সাংবাদিক না অন্য় কিছু? আমার কোমরে রাখতে অসুবিধা হচ্ছিল।”
তিনি আরও বলেন, “হ্যাঁ, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তোমরা কি আমার বাপ যে মানা করবে?”। এরপরে তিনি গালিগালাজও করেন।
প্রসঙ্গত, এনডিএ জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পরই বিহারের নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে ‘জঙ্গলরাজ’ শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি।